ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেডিক্যালে ভর্তি পরীক্ষা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ভিত্তিহীন ॥ স্বাস্থ্য অধিদফতর

প্রকাশিত: ০৭:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০১৫

 প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ভিত্তিহীন ॥ স্বাস্থ্য অধিদফতর

স্টাফ রিপোর্টার ॥ মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং পরবর্তীতে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। সারাদেশে গোয়েন্দা সংস্থা ও র‌্যাব ভুয়া প্রশ্নপত্র বিলি করে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া কয়েকটি চক্রকে গ্রেফতার করেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি স্বার্থান্বেষী ও সুবিধাভোগী চক্রের অশুভ কর্মকা- উল্লেখ করে তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
×