ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএলআরসির তথ্য ছয় বছরে ২১২ জন গুম হয়েছে

প্রকাশিত: ০৫:০১, ২৪ সেপ্টেম্বর ২০১৫

এএলআরসির তথ্য ছয় বছরে ২১২ জন গুম হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত ছয় বছরে বাংলাদেশে আইনশ্ঙ্খৃলা রক্ষাকারী বাহিনীর হাতে ২১২ জন গুম হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরিবারগুলো জানেও না যে কি ঘটেছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ভাগ্যে। হংকংভিত্তিক সংগঠন এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার (এএলআরসি) বুধবার এ তথ্য প্রকাশ করেছে। নিউইয়র্কে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের ৩০তম নিয়মিত সেশনের ১৮তম সভায় এএলআরসি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস লিগের (এফআইডিএইচ) যৌথ বিবৃতিতে বাংলাদেশে গুম হয়ে যাওয়ার ঘটনা উঠে আসে। সেশনে সভাপতিকে উদ্দেশ্য করে এ বিষয়ে লিখিত বক্তব্য দেন মোঃ আশরাফুজ্জামান। বক্তব্যে সংঠনের ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে এসে ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে তা নিয়ে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। সেশনটি গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। চলবে ২ অক্টোবর পর্যন্ত। লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা ঘটেই চলেছে। আর এ ধরনের অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনী দায়মুক্তি পাচ্ছে। ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১৫ সালের আগস্ট মাস পর্যন্ত ২১২ ব্যক্তি জোরপূর্বক গুম বা নিখোঁজ হয়ে গেছেন।
×