ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে চামড়া পাচারের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান

প্রকাশিত: ০৫:০৫, ২৪ সেপ্টেম্বর ২০১৫

ভারতে চামড়া পাচারের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান

দেশের বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুরের রামনগরের ২ শতাধিক চামড়া ব্যবসায়ী এবার চরম আর্থিক বিপাকে পড়েছেন। ঢাকার ট্যানারি মালিকদের কাছে তাদের পাওনার পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। এই সুযোগে সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে গরু-ছাগলের চামড়া ভারতে পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে সীমান্তের সকল বিওপিতে কঠোর নজরদারি ও সতর্ক অবস্থা গ্রহণ করা হয়েছে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর ৫ শতাধিক ব্যবসায়ী দিনাজপুরের এই চামড়া বাজারে বছরে প্রায় ২ লাখ গরু ও ছাগলের চামড়া কেনা-বেচা করেন। এসব চামড়া পাঠানো হয় ঢাকার বিভিন্ন ট্যানারিতে। দিনাজপুর চামড়া মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তৈয়ব উদ্দিন চৌধুরী জনকণ্ঠকে জানান, বিভিন্ন ট্যানারি মালিকের কাছে রামনগরের ২ শতাধিক চামড়া ব্যবসায়ী গত কোরবানির পাওনা রয়েছে প্রায় ১৬ কোটি টাকা। Ñস্টাফ রিপোর্টার, দিনাজপুর
×