ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই সিকিউরিটিজ হাউসকে জরিমানা

প্রকাশিত: ০৫:০৬, ২৪ সেপ্টেম্বর ২০১৫

দুই সিকিউরিটিজ হাউসকে জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে দুই সিকিউরিটিজ হাউসকে মোট ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ জরিমানা করা হয়। হাউস দুটি হলো : গ্লোব সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৮৯) ও আলফা সিকিউরিটিজ লিমিটেড (সিএসই ট্রেক নং-০০১)। এর মধ্যে গ্লোব সিকিউরিটিজকে ১০ লাখ টাকা ও আলফা সিকিউরিটিজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। কমিশনের বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমন্বিত গ্রাহক হিসাবের তহবিলে ঘাটতি, ৪০ পিই রেশিও’র বেশি কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন লোন সুবিধা দেয়া, অতিরিক্ত মার্জিন লোন সুবিধা প্রদান ও ৫ লাখ টাকার উপরে লেনদেন করে গ্লোব সিকিউরিটিজ। কমিশনের রুটিন পরিদর্শনে গঠিত কমিটির দাখিলকৃত রিপোর্টে সিকিউরিটিজ হাউসটির বিরুদ্ধে বিএসইসির নির্দেশনা ও সিকিউরিজি সংক্রান্ত আইন ভঙ্গের প্রমাণ পায়। এ কারণে এ হাউসটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সমন্বিত গ্রাহক হিসাবের তহবিল থেকে স্টাফদের বেতন পরিশোধ ও ও ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে গ্রাহকদের মার্জিন লোন সুবিধা দেয়ার প্রমাণ পাওয়ায় আলফা সিকিউরিটিজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
×