ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদ জামাত কোথায় কখন

প্রকাশিত: ০৫:১১, ২৪ সেপ্টেম্বর ২০১৫

ঈদ জামাত কোথায় কখন

জনকণ্ঠ ডেস্ক ॥ যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-আযহা। সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটির সূচনা হবে। বিভাগীয় ও জেলা শহর থেকে ঈদ জামাতের সময়সূচী পাঠিয়েছেন স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা। তারা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে মাঠের বদলে ঈদ জামাত অনুষ্ঠিত হবে মসজিদে। চট্টগ্রাম সকাল ৮-৩০ টা ॥ আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, লালদীঘির পাড় জামে মসজিদ, খলিফা পট্টি বাইতুন নুর জামে মসজিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, চন্দনপুরা দারুল উলুম মাদ্রাসা, চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম, মিয়াখান নগর বেলায়েত খাঁ জামে মসজিদ, মেহেদীবাগ সিডিএ জামে মসজিদ, দেওয়ানবাজার সিরাজুদ্দৌলা রোড হাজী তবিয়ত খাঁ মসজিদ, মোমিন রোড কদম মোবারক এতিমখানা জামে মসজিদ, ধনিয়ালাপাড়া বাইতুশ শরফ জামে মসজিদ, জাম্বুরী ময়দান, তিন পুলের মাথা হাজী গোলাম রসূল ওয়াকফ এস্টেট জামে মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড পাবলিক স্কুল মাঠ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দান, হযরত শাহ সুফী আমানত খান দরগা মসজিদ, হযরত বায়েজিদ বোস্তামী দরগা মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগা ময়দান, নাসিরাবাদ বয়েজ স্কুল মাঠ, চান্দগাঁও টার্মিনাল বাইতুশ শরফ জামে মসজিদ, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, পাহাড়তলী পুলিশ বিট জামে মসজিদ, আসাদগঞ্জ ছোবহানিয়া আলীয়া মাদ্রাসা, টাইগারপাস কেন্দ্রীয় জামে মসজিদ, শহর বন গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদ, হামজারবাগ হামজা খাঁ শাহী জামে মসজিদ, পাঁচলাইশ হাজীপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা মসজিদ, বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা, ব্যাটারিগলি বাইতুন আমিন জামে মসজিদ, উত্তর সত্বা গাউছিয়া হাফিজিয়া এতিমখানা, মুরাদপুর বিশ্বরোড মসজিদে বেলাল ইসলামী কমপ্লেক্স, খাতুনগঞ্জ শমসের খান ওয়াকফ এস্টেট জামে মসজিদ, মাদ্রাসাতুল ইসলামিয়া মিসবাহুল উলুম ময়দান, পাথরঘাটা বান্ডেল রোড হাজী সুফী সোবহান সওদাগর ও নুরনাহার বেগম জামে মসজিদ, বক্সিরহাট হাজী শরীয়তুল্লাহ সওদাগর জামে মসজিদ, আসাদগঞ্জ গাছপট্টি জামে মসজিদ, আলকরণ জামে মসজিদ, বক্সিরহাট হাজী শরীয়তুল্লাহ সওদাগর জামে মসজিদ, ফিরিঙ্গীবাজর বংশাল রোড মহলা জামে মসজিদ, বক্সিরহাট পীর বদর আউলিয়া জামে মসজিদ, জিআরপি পুলিশ লাইন ময়দান, পাথরঘাটা মধু বেপারী হাজী নজু মিয়া লেইন জামে মসজিদ, হাটহাজারী বালুছড়া বাইতুল কাদের মসজিদ, মসজিদে নুর মাদ্রাসা রশিদিয়া হাফিজিয়া এতিমখানা, সদরঘাট পুরাতন পোর্ট কলোনী ঈদগা, ব্যাটারি গলি জেআই মাদ্রাসা, সরাইপাড়া বিশ্বরোড শাহ মডেল সোসাইটি আবদুল মালেক জামে মসজিদ, সরাইপাড়া কাজিরদীঘি জামে মসজিদ, পাহাড়তলী হাজী ক্যাম্প জামে মসজিদ, চান্দগাঁ হামিদচর জামে মসজিদ, কালুরঘাট আল আমিন বাড়িয়া ঈদগা, ঘাটফরহাদবেগ আতরজান বিবি মসজিদ, আলকরণ বাইতুল মামুর জামে মসজিদ, মোহরা কাদেরিয়া ঈদগা ময়দান, কলেজ রোড হযরত মোলা মিসকিন শাহ জামে মসজিদ, বাকলিয়া মিয়াখাননগর মাদ্রাসায়ে মোজাহের উলুম, কালামিয়া বাজার কামাল ই ইশকে মোস্তফা (দ) কমপ্লেক্স মসজিদ, কালুরঘাট চিটাগাং ম্যানুফ্যাকচারিং মসজিদ, বহদ্দারহাট ওয়াপদা কলোনী, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, ঝাউতলা রেলস্টেশন জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ বিপ্লব উদ্যানের বিপরীতে জামে মসজিদ, কালুরঘাট বাহার সিগন্যাল মসজিদে গাউছুল আজম জিলানী (রা.), কালুরঘাট এফআই ডিসি কমপ্লেক্স, ফিরিঙ্গী বাজার অঙ্গীকার ক্লাব মাঠ, বক্সিরহাট হাজী শরীয়তউল্লাহ সওদাগর মসজিদ, বীর বদর আউলিয়া জামে মসজিদ, পাঁচলাইশ মাইজ্যা বিবি শাহী জামে মসজিদ, ফয়স লেক মাদ্রাসা নুরীয়া ঈদগা, ফিরিঙ্গীবাজার জামে মসজিদ, স্টেশন রোড জামে মসজিদ, জাকির হোসেন রোড নিউ ঝাউতলা জামে মসজিদ, ওমর গনি এমইএস কলেজ ময়দান, দেওয়ানবাজার বাংলাদেশ ইসলামী একাডেমি, মাঝিরঘাট শাহী বিবির মসজিদ, অক্সিজেন আবাসিক এলাকা বাইতুশ সালাম ঈদগা, বন্দর টিলা দক্ষিণ হালিশহর কাটাখালী হযরত আলী শাহ (রা.) প্রাইমারী স্কুল মাঠ, হালিশহর হাউজিং এস্টেট ময়দান, উত্তর হালিশহর হাউজিং প্রাইমারী স্কুল, পাহাড়তলী নেছারিয়া মাদ্রাসা, আমবাগান সরদার বাহাদুর নগর ঈদগা ময়দান, বায়েজিদ বোস্তামী গাউছুল আজম জামে মসজিদ, জামালখান হাজী সালেহ জহুর জামে মসজিদ, পশ্চিম বাকলিয়া চান্দমিয়া মুন্সী রোড জামে মসজিদ, পাঁচলাইশ হাজীপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা মাঠ, পাঁচলাইশ আমিন জুটমিল, স্ট্যান্ড রোড বাংলাবাজার রশিদ বিল্ডিং চত্বর, হাটহাজারী লালিয়ারহাট কেন্দ্রীয় ঈদগা, প্যারেড ময়দান, পাঁচলাইশ ওয়াজেদিয়া মাদ্রাসা, স্ট্যান্ড রোড হাজী নজু মিয়া সওদাগর জামে মসজিদ, পাঁচলাইশ চালিতাতলি ঈদগা ময়দান, পশ্চিম মাদারবাড়ী জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন মসজিদ, মিয়াখান নগর খান বাহাদুর জামে মসজিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ঈদগা ময়দান। বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়াম, বেপারী পাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পার্শ্বে), আগ্রাবাদ সরকারী কমার্স কলেজ চত্বর, খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ, মনছুরাবাদ, পশ্চিম মাদার বাড়ী আবুল খায়ের মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরী ময়দান, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনী ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালা পাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, আবেদীন কলোনী জামে মসজিদ ঈদগাহ, মদিনা বাজার, ডিসি রোড, পশ্চিম বাকলিয়া, বায়তুশ শরফ ধনিয়ালাপাড়া, ডি.টি রোড, পাঁচলাইশ ওয়ার্ডের নবনির্মিত ইব্রাহিম জামে মসজিদ ঈদগা ময়দান। ৮-১৫ মিনিট ॥ জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ। ৯-০০ টা ॥ জমিয়তুল ফালাহ ময়দান (দ্বিতীয় জামাত), চান্দগাঁও হামিদচর মাদ্রাসা (দ্বিতীয় জামাত), পটিয়া এয়াকুবদন্ডী কেন্দ্রীয় জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট সিটি কর্পোরেশন জামে মসজিদ, জে.এম.সেন স্কুল এ্যান্ড কলেজ মাঠ, ফিরিঙ্গীবাজার, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, নূরনগর, নতুন মনছুরাবাদ জামে মসজিদ, উত্তর কাট্টলী, মোঃ হোসেন চৌধুরী বাড়ী জামে মসজিদ, হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদ, বিডিআর মাঠ, হালিশহর আর্টিলারী রোড। রাজশাহী ঈদ-উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। আবহাওয়া খারাপ হলে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম (র.) দরগাহ মসজিদে। এখানে ইমামতি করবেন শাহমখদুম (র.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত আলী। একই সময় দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে মহানগর ঈদগা (টিকাপাড়া) ময়দানে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে নগরীর সাহেব বাজার বড় রাস্তায় সকাল সোয়া ৮টায়। এছাড়া রাজশাহী নগরীতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সকাল সোয়া ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগা ৮টায়, সিরোইল সরকারী হাইস্কুল ঈদগা মাঠে ৮টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগা মাঠে ৮টায়, বুলনপুর ঈদগা মাঠে সাড়ে ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে সাড়ে ৭টায়, রাজশাহী জজকোর্ট ঈদগাহ সোয়া ৮টায়। এছাড়া লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগা মাঠে সাড়ে ৮টায়, রায়পাড়া বসরী ঈদগা ময়দান কাঠালবাড়ীয়া ঈদগা ময়দান, রায়পাড়া ঈদগা ময়দানে সকাল ৮টায়, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগা সাড়ে ৮টায়, শালবাগান সিএ্যান্ডবি মাঠ সাড়ে ৮টায়, ছোট বনগ্রাম জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, আসাম কলোনী বায়তুল মামুন জামে মসজিদে সকাল ৮টায়, মোল্লাপাড়া ঈদগা ৮টায়, রাজশাহী রিমডেলিং রেলস্টেশন চত্বরে সকাল ৮টায়, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগা মাঠে সাড়ে ৮টায়, কোর্ট বুলনপুর ঈদগা মাঠ সাড়ে ৮টায়, খোজাপুর গোরস্তান ঈদগা মাঠে সাড়ে ৮টায়, সাত বাড়িয়া কেন্দ্রীয় ঈদগা মাঠে সাড়ে ৮টায়, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগা মাঠে ৮টায়, মসজিদ-ই-নূর ঈদগা ৮টায়, জাহাজঘাট মোড় ঈদগা মাঠে সাড়ে ৮টায়, পাঁচানী ঈদগা ৮টায়, সাতবাড়িয়া ঈদগা সাড়ে ৮টায়, বিনোদপুর আহল হাদীস জামে মসজিদে সাড়ে ৮টায়, শহীদবাগ জামে মসজিদে সাড়ে ৮টায়, কয়ের দাড়া ঈদগা ময়দান ৮টায়, মালদা কলোনী ঈদগা সাড়ে ৮টায়, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠ ৮টায়, ডিঙ্গাডুবা ঈদগা মাঠে ৮টায়, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগা ৮টায়, কাশিয়াডাঙ্গা ঈদগা বড় আমগাছি পশ্চিমপাড়া ঈদগা ৮টায়, মেহেরচন্ডি বুথপাড়া কেন্দ্রীয় ঈদগা ৮টায়, ধরমপুর মধ্যপাড়া ঈদগা সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর কাজলা ঈদগা, চৌদ্দপাই মোড় ঈদগা মাঠ, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগা সপুরা শাহী জামে মসজিদ ও ফিরোজাবাদ ঈদগা ৮টায়, আমচত্তর আহলে হাদীস মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদ-উল আযহার নামাজ অনুষ্ঠিত হবে। বরিশাল নগরী হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল ২৫ সেপ্টেম্বর ঈদের দিন বরিশালের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন ঈদগা ময়দানে। এছাড়া জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও ২য় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। একইভাবে এবায়দুল্লাহ মসজিদ, বায়তুল মোকররম জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, নূরিয়া স্কুল ঈদগা ময়দানে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অপরদিকে নগরীর আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্তান ঈদগা ময়দান, ফকির বাড়ি জামে মসজিদ, পোর্ট রোড জামে মসজিদ, ল’ কলেজ জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, জেলগেট জামে মসজিদ, গুটিয়ার বায়তুল আমান জামে মসজিদ, নেছারাবাদ জামে মসজিদ, কালিজিরা বড় জামে মসজিদ ও পাওয়ার হাউজ জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগা মাঠে। শহরের রেহাইচর ও খালঘাটের ঈদগা মাঠের দুটি পৃথক আহলেহাদিস জামাত অনুষ্ঠিত হবে সাড়ে আটটার মধ্যে। একই সময়ে অনুষ্ঠিত হবে টাউন হাইস্কুল মাঠের জামাত। এছাড়া দ্বারিয়াপুর, রাজারামপুর বিশ্বাসপাড়া, দুর্গাপুর, গনকা, বিদিরপুর, নতুনহাট, আরামবাগ, হরিপুর, নামোশংকরবাটী ও পুরান দ্বারিয়াপুরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ৮টা থেকে ৯টার মধ্যে। শহর সংলগ্ন শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতু পেরিয়ে বারঘরিয়া ও চামাগ্রাম ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। নীলফামারী প্রধান জামাত সকাল ৮টা ১৫ মিনিটে নীলফামারী কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় পুলিশ লাইন্স ঈদগা মাঠে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায় জেলা শহরের অন্যান্য ঈদগা ময়দানের মধ্যে নীলফামারীর কলেজ স্টেশন ঈদগা মাঠে সকাল ৮টা ৪৫ মিনিটে ও সকাল ৮টা ৩০ মিনিটে কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগা ময়দানে, সার্কিট হাউস ঈদগা ময়দানে, গাছবাড়ি ঈদগা ময়দানে এবং জোড়দরগা ঈদগা মাঠে ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদের দিন যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে সে ক্ষেত্রে নীলফামারী বড় মসজিদে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় এরপর একই মসজিদে পর পর আরও তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা ঈদ-উল-আযহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায় টাউন জামে মসজিদে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায় টাউন জামে মসজিদে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় হবে ঈদের জামাত। লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ ঈদগাহ মাঠ, ইসলামাবাদ ঈদগাহ মাঠ এবং খালিশপুর বাইতুল ফালাহ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। কুয়েটে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হবে ঈদের জামাত। রংপুর রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাঁ মাঠে সকাল ৮.৩০ মিনিটে। তবে যদি বৃষ্টি থাকে তবে প্রধান জামাত অনুষ্ঠিত হবে কাছারি বাজারের কালেক্টরেট মসজিদে সকাল ৯টায় এবং সাড়ে ৯টায়। এর আগে সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত পুলিশ লাইন্স মাঠে। এছাড়া কেরামতিয়া জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় এবং সাড়ে ৯টায়। মহানগরীর অন্য সকল ঈদগাঁ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ৯টা এবং সাড়ে ৯টায়। কালেক্টরেট ঈদগাঁ মাঠের প্রধান জামাতে অংশ নেবেন সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় কালেক্টরেট ঈদগাঁ ময়দানে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে শহরের টেনিস মাঠে সকাল ৮টায়। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৮টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ঈদগাঁয়ে সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি থাকার কারণে তেরপল দিয়ে ঘিরে দেয়া হয়েছে ঈদগাঁ ময়দান। দিনাজপুর ঈদ-উল-আযহা নামাজের প্রধান জামাত শুক্রবার সকাল ৮টায় গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে। আহলে হাদিসের ঈদের প্রধান জামাত সকাল ৮টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এছাড়া দিনাজপুর শহরের ঈদগাহবস্তি, ঘাসিপাড়া, লালবাগ, রামনগর, পাটুয়াপাড়া, সুইহারী, রাজবাড়ী, মহারাজা স্কুল, নিউটাউন প্রাইমারি স্কুল মাঠ, ৮নং উপশহর মাঠ, কাঞ্চন কলোনি, উপশহর মিতালী ক্লাব মাঠসহ অন্যান্য মাঠে সকাল ৮টায় ঈদ-উল-আযহার নামাজের ব্যবস্থা করা হয়েছে। গাজীপুর ঈদের দিন সকাল ৭টায় ॥ বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস জামে মসজিদ, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ঈদগাহ মাঠ (১ম জামাত)। সকাল সাড়ে ৭টায় ॥ গাজীপুর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ (রাজবাড়ী মাঠ), বারইবাড়ী ঈদগাহ মাঠ, বড় কয়ের ঈদগাহ মাঠ, পুবাইল রহমানিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ, কালিয়কৈরের আনসার ভিডিপি একাডেমি ঈদগাহ মাঠ, কাপাসিয়া ডিগ্রী কলেজ ঈদগাহ মাঠ, তরগাঁ হাসপাতাল মোড় ঈদগাহ মাঠ, কাপাসিয়া বাজার জামে মসজিদ ঈদগাহ মাঠ। সকাল ৮টায় ॥ গাজীপুর মহানগরীর গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ (১ম জামাত), নলজানী মধ্যপাড়া ঈদগাহ মাঠ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ময়দান, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ঈদগাহ মাঠ (দ্বিতীয় জামাত), বোর্ডবাজারের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি (আইইউটি) কেন্দ্রীয় জামে মসজিদ, ছোট কয়ের দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ, বড়াদল ঈদগাহ মাঠ, কামারিয়া ঈদগাহ মাঠ, কুদাবো মুন্সিবাড়ি ঈদগাহ মাঠ, কালীগঞ্জের শাহদের গাঁও ঈদগাহ মাঠ ও মনসুরপুর জামে মসজিদ, কাপাসিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ, কাপাসিয়ার দরদরিয়া ঈদগাহ মাঠ, হাইলজোর ঈদগাহ মাঠ, খিরাটি ঈদগাহ মাঠ, বড়বের ঈদগাহ মাঠ, ইসলামপুর ঈদগাহ মাঠ, রাউৎকোনা ফাজিল মাদ্রাসা ঈদগাহ মাঠ, আড়াল ঈদগাহ মাঠ, দিগধা ঈদগাহ মাঠ, উত্তর খামের ঈদগাহ মাঠ, রাওনাট স্কুল ঈদগাহ মাঠ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ঈদগাহ মাঠ (১ম জামাত), কালিয়াকৈর উপজেলা পরিষদ জামে মসজিদ, সফিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সকাল সাড়ে ৮টায় ॥ গাজীপুর কোর্ট মসজিদ, বাড়ীয়ালী নলজানী ঈদগাহ মাঠ, মাজুখান ঈদগাহ মাঠ, কালিয়াকৈরের বঙ্গবন্ধু কলেজ মাঠ, কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কাপাসিয়ার টোক আহলে হাদীস ঈদগাহ মাঠ, দাম্মারচালা ঈদগাহ মাঠ, নামিলা ঈদগাহ মাঠ, টোক শাহী জামে মসজিদ ঈদগাহ মাঠ, হাজী আব্দুল হামিদ ঈদগাহ মাঠ, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কালীগঞ্জ আরআরএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বালিগাঁও ঈদগাহ মাঠ, ভাতার্দি পুরাতন এসআর অফিস ঈদগাহ মাঠ। সকাল ৯টায় ॥ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ (২য় জামাত), শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। সকাল সাড়ে ৯টায় ॥ শ্রীপুর মাওনা পিয়ার আলী ঈদগাহ মাঠ এবং সকাল ১০টায় ॥ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ঈদগাহ মাঠ (২য় জামাত), শ্রীপুর পৌর ওয়ায়েদ্দার দীঘি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। মাগুরা মাগুরায় সকাল ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের দোয়ারপাড় পশ্চিম পাড়া মিয়াবাড়ী জামে মসজিদে , জজকোর্ট জামে মসজিদ, বেথরী ঈদগাঁ মাঠে, সকাল সাড়ে ৯টায় শালিখার তালখড়ি মাঠে, সকাল ১০টায় মহম্মদপুরের কুমরুল ঈদগাঁ, বাবুখালী ঈদগাঁ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে । বগুড়া বগুড়ায় ঈদ-উল-আযহার নামাজের প্রধান জামাত হবে শহরের সূত্রাপুর কেন্দ্রীয় সম্প্রসারিত ঈদগাহে সকাল ৮টায়। এই ঈদগাহে ৭০ হাজারেরও বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। প্রতিকূল আবহাওয়ায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৮টায়। মুসল্লিদের সংখ্যাধিক্যে স্থান সঙ্কুলানের ওপর কয়েকটি জামাত হবে। বৃষ্টিপাত বেশি হলে শহরের প্রতিটি পাড়া ও মহল্লার মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। অনুকূল আবহাওয়ায় বগুড়ার ঠনঠনিয়া ঈদগাহ, চকসূত্রাপুর ঈদগাহ, আটাপাড়া আল্লামিয়াতলা ঈদগাহ, সাবগ্রাম, ফুলদীঘি, নারুলী, গোকুল, সুলতানগঞ্জপাড়া, ফুলবাড়ী ঈদগাহ, করনেশন স্কুল মাঠ, আলতাফুন্নেছা খেলার মাঠ, সরকারী আযিযুল হক কলেজ পুরাতন ভবন মাঠ, পুলিশ লাইনস ময়দান ও জিলা স্কুল মাঠে সকাল ৮টা থকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত হবে। বাগেরহাট ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে। ঈদের দিন সকাল ৮টায় ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রথম এবং ৮টা ৪৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এবারও দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় অর্ধলক্ষ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া সকাল ৮টা ১০ মিনিটে বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা ঈদগাহ, খারদ্বার ঈদগাহে ৮টা ১৫ মিনিটে, মিঠাপুকুর পাড় জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, পুরাতন কোর্ট জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, হজরত খানজাহান আলী (র.) দরগায় ৮টা ৩০ মিনিটে, পুলিশ লাইনস জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, খানজাহানিয়া বায়তুল ফালাহ জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, নতুন কোর্ট মসজিদে ৮টা ৩০ মিনিটে, রেলওয়ে জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, পিসি কলেজ জামে মসজিদে ৮টা ১০ মিনিটে, সরুই হাজী আরিফ মসজিদ ময়দানে ৮টা ১৫ মিনিটে, সোনাতলা আউলিয়াবাদ মসজিদে ৮টা ৩৫ মিনিটে, পিটিআই মসজিদে ৮টা ১০ মিনিটে, হাড়িখালী মসজিদে ৮টা ১৫ মিনিটে, পৌর পার্কে ৮টা ১৫ মিনিটে, সড়ক ও জনপথে ৮টা ১৫ মিনিটে, নাগেরবাজার হাজী আরিফ মসজিদে ৮টা ৩০ মিনিটে, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, দড়াটানা জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, খানজাহান পল্লীতে ৮টা ১৫ মিনিটে, সরুই মাত্রাসা ঈদগাহে ৮টা ১৫ মিনিটে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় শহরের উজির আলী হাই স্কুল মাঠ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আরিফুল ইসলাম ও দ্বিতীয় ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মোবারক হোসেন। সিরাজগঞ্জ খান সাহেবের ঈদগা মাঠে পবিত্র ঈদ-উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। সিরাজগঞ্জ পৌরসভাধীন মালশাপাড়া কবরস্থান মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও পুলিশ লাইন ঈদগা মাঠে সকাল দশটায় এবং আমলাপাড়া ঈদগা মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এবারের ঈদে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের প্রধান জামাত আলমপুর ঈদগা মাঠে নামাজ আদায় করবেন।
×