ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:১২, ২৪ সেপ্টেম্বর ২০১৫

বকেয়া বেতনের  দাবিতে চট্টগ্রামে  সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর-অক্সিজেন সড়কে অবরোধ সৃষ্টি করে আমিন জুট মিলের শ্রমিক কর্মচারীরা। সকাল সাড়ে দশটার দিকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, আমিন জুট মিলের শ্রমিক কর্মচারিরা আন্দোলন শুরু করে তাদের চার সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে। এর আগেও তারা সড়ক অবরোধ করেছিল। কিন্তু বুধবারও বকেয়া বেতন না পেয়ে সাড়ে ১০টার দিকে তারা মুরাদপুর-অক্সিজেন সড়ক অবরোধ করে। পরে পুলিশ প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়। তবে এতে প্রায় একঘণ্টার জন্য ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে, মিল কর্তৃপক্ষ জানায়, ঈদের আগেই বকেয়া বেতন পরিশোধের প্রক্রিয়া চলছিল। কিন্তু দেরি হওয়ায় ভুল বুঝাবুঝির সৃষ্টি হয। শ্রমিকরা বেতন পাবে না এমন আশঙ্কায় বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছিল। তবে তাদের বুঝিয়ে নিবৃত্ত করা সম্ভব হয়েছে।
×