ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে পুলিশের ওপর হামলা ॥ ৪৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট

প্রকাশিত: ০৫:১৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫

যশোরে পুলিশের ওপর হামলা ॥ ৪৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলার মণিরামপুরে পুলিশের ওপর হামলা এবং নাশকতার অভিযোগে দায়ের মামলার চার্জশীট দিয়েছে পুলিশ। এই চার্জশীটে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৪৮ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। গুলিতে নিহত জামায়াত কর্মী মিজানুর রহমানকে মামলার চার্জশীট থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত শেষে বুধবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মণিরামপুর থানার এসআই শিকদার মতিয়ার রহমান।চার্জশীটে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২১ মার্চ রাতে মণিরামপুরের নাশকতার মামলার আসামি ধরতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে চালকিডাঙ্গা, বেগারিতলা এবং হাজরাকাঠি গ্রামের অভিযান চালায় পুলিশ। অভিযানকালে পুলিশ আক্কাস আলী নামে একজনকে আটক করে। ভোর ৫টার দিকে আসামিরা ঘটনার বিষয় জানতে পেরে চারদিক থেকে পুলিশকে ঘিরে ফেলে। তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি করে। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে জয়পুর বাজারের কাচারি বাড়ি এসে পৌঁছায়। এ সময় হামলাকারীরা চারদিক থেকে রাস্তার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের ওপর চড়াও হয়। হামলাকারীরা পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর ও মারপিট করে। এ সময় পুলিশ হামলাকারীদের প্রতিরোধ করতে গুলি ছুড়লে তারা ছত্রভঙ্গ হয় যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নিজাম উদ্দিনের মৃতদেহ উদ্ধার এবং আহত অবস্থায় কয়েকজনকে আটক করে।
×