ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হিলারির সার্ভার থেকে ব্যক্তিগত ই-মেইল উদ্ধার এফবিআইয়ের

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫

হিলারির সার্ভার থেকে ব্যক্তিগত ই-মেইল উদ্ধার এফবিআইয়ের

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রাইভেট সার্ভার থেকে মুছে ফেলা ই-মেইল উদ্ধার করেছে এফবিআই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় তিনি ওই সার্ভার ব্যবহার করতেন। তিনি বলেছেন, এগুলো ব্যক্তিগত হওয়ায় তিনি তা মুছে ফেলেন। তদন্তকারী এক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ মঙ্গলবার এ খবর জানায়। খবর ইয়াহু নিউজের। এফবিআই সার্ভার পরীক্ষা করে দেখছে যে গোপন তথ্যসহ কোন ই-মেইল অসাবধানে ব্যবহার করা হয়েছে কিনা। এ জন্য কয়েক মাস সময় লাগতে পারে। তবে এটি এখনও স্পষ্ট নয় কতগুলো ই-মেইল উদ্ধার করা হয়েছে। হিলারির মুখপাত্র নিক মেরিল এ বিষয়ে বলেছেন, আমরা প্রথম থেকেই এ বিষয়ে সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব। এ বিষয়ে এফবিআইয়ের নারী মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি নিউইয়র্কের চাপাকুয়ায় তার বাড়িতে থাকা প্রাইভেট ই-মেল সার্ভার থেকে কাজ সংক্রান্ত ই-মেইল পাঠাতেন ও গ্রহণ করতেন। তখন তার পাঠানো মোট ৬০ হাজার ই-মেইলের মধ্যে প্রায় অর্ধেককে সরকারী কাজ সম্পর্কিত বলে গণ্য করা হয়। তিনি যে ই-মেইলগুলোকে ব্যক্তিগত বলে গণ্য করেন, সেগুলোকে মুছে ফেলা হয় বলে তিনি জানান। কিন্তু এতে গোপন তথ্য থাকায় তার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
×