ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ কারাগারে হাজতী ধর্ষিত!

প্রকাশিত: ০৮:১৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫

মুন্সীগঞ্জ কারাগারে  হাজতী ধর্ষিত!

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জেলা কারাগারে এক হাজতীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পিতা ফজল খান লিখিতভাবে এই অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিরাজদিখান থানার ১৩ (৫) ১৪ নম্বর মামলায় এই নারী কারাগারে বন্দী রয়েছে। কিন্তু জেলখানাটির মেঘনা ভবনের ২ নম্বর ওয়ার্ডে সাজাপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্য গজারিয়ার মো. হাসান (৩৫) নামে এক কয়েদী এই নারীকে ধর্ষণ করেছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এই অপকর্মে সহায়তা করেছে মহিলা কারারক্ষী আমেনা বেগম ও ভারপ্রাপ্ত হাবিলদার কনস্টেবল রোকন। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে মহিলা ওয়ার্ডে কেউ প্রবেশ করতে পারে না। যে কয়েদী হাসানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য। সে অনেকদিন ধরেই এই কারাগারে রয়েছে। যে নারী ধর্ষিত হওয়া অভিযোগ উঠেছে সে প্রায় এক বছর ধরে এখানে বন্দী আছে। এছাড়া অন্য একটি ওয়ার্ডে এই নারীর স্বামীও বন্দী। অভিযোগটি তার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। অভিযোগকারী জানান, জেল ভিজিট হলেও তার মেয়ে লজ্জায় বিষয়টি কাউকে প্রকাশ করতে পারছে না। কিন্তু জেলারকে জানানোর পরও কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না এই প্রশ্ন অভিযোগকারীর। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেন্ট্রাল জেলের আইজিকে (প্রিজন) লিখিত এই অভিযোগ দেয়া হয়েছে।
×