ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ এ দলের সংগ্রহ ৫ উইকেটে ১০৬ রান

প্রকাশিত: ২০:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ এ দলের সংগ্রহ ৫ উইকেটে ১০৬ রান

অনলাইন রির্পোটার॥ ভারত সফরে একমাত্র আন অফিসিয়াল টেস্টে ১ম দিনের লাঞ্চের সময়ে বাংলাদেশ-এ দলের সংগ্রহ ৫ উইকেটে ১০৬ রান। বেঙ্গালুরে অনুষ্টিত তিন দিনের এই টেস্টে ভারতিয়-এ দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধন্ত নেয়। এতে তারা সফল হয়েছে। বাংলাদেশ প্রথম উইকেট হারায় শুন্য রানে। এর পর দুই রানে হারায় ২য় ও ৩য় উইকেট, ৬ রানে ৪ উইকেট হারানর পর চরম বিপর্যয়ে পড়ে। কিন্তু এই সময় দলের হাল ধরে সাব্বির রহমান ও নাসির হোসেন। এই জুটির সংগ্রহ ৪৪ রান। দলের ৫০ রানের মাথায় নাসির হোসেন ৩২ রানে আউট হলে ব্যাট করতে আসেন শুভাগত । লাঞ্চ পর্যন্ত এই বাংলাদেশ-এ দল ৫ উইকেট হারিয়ে ১০৬ রান করেছে। আগের প্রতিটি ম্যাচে নির্ভরতার সংগে ব্যাট করা লিটন দাশ এই খেলায় শূন্য রানে আউট হয়েছেন। বাংলাদেশ-এ দরের র্শীর্ষ ব্যাটম্যানরা আউট হওয়াতে তারা কিছুটা চাপে রয়েছে। লাঞ্চের সময় সাব্বির ৫৩ ও শুভাগত ১৯ রারে অপরাজিত রয়েছে।
×