ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসমে সন্দেহভাজন ছয় জেএমবি সদস্য আটক

প্রকাশিত: ০৫:০৭, ২৮ সেপ্টেম্বর ২০১৫

অসমে সন্দেহভাজন  ছয় জেএমবি  সদস্য  আটক

অসমে পুলিশ বৃহস্পতিবার রাতে জেএমবির (জামাত-উল-মুজাহেদিন বাংলাদেশ) সঙ্গে জড়িত সন্দেহে আরও ছয় জঙ্গীকে গ্রেফতার করেছে। এ নিয়ে গ্রেফতারকৃত মোট জঙ্গীর সংখ্যা দাঁড়ালো ১০। এদের মূল হোতা জনৈক আশিক। ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে জেএমবির কর্মকা-ের সঙ্গে সে ঘনিষ্ঠভাবে যুক্ত। খবর বাসসর। পুলিশ গোয়ালপাড়া জেলা থেকে দুজন, চিরাঙের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার করেছে। এ সময়ে দুটি রাইফেল ও কিছু ছোটখাটো অস্ত্রও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নূর মোহাম্মদ, মালেক শেখ, মোস্তফা মন্ডল, হাফিজুর আলী, সুলায়মান আলী ও মফিজুল ইসলাম। বর্ধমান বিস্ফোরণের ঘটনা তদন্তকারী জাতীয় তদন্ত সংস্থা গত এক সপ্তাহে আটক সন্দেহভাজন জঙ্গীদের জিজ্ঞাসাবাদ করতে পারে। উল্লেখ্য, বর্ধমানের বিস্ফোরণের ঘটনার সঙ্গে জেএমবি জড়িত বলে মনে করা হচ্ছে।
×