ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘একতারা’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন

প্রকাশিত: ০৫:১০, ২৮ সেপ্টেম্বর ২০১৫

‘একতারা’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ-উল-আযহার কারণে সাময়িক বিরতির পর আবার সরব হয়ে উঠছে মঞ্চপাড়াখ্যাত সংস্কৃতি অঙ্গন শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হবে তারুণ্যনির্ভর নাট্যদল অঙ্গীকারের অন্যতম প্রযোজনা ‘একতারা’। সুমনা কাঞ্জিলালের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন এই সময়ের তরুণ নির্দেশক রাজীব রেজা। নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার। গত ৫ আগস্ট নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। আঙ্গিক নির্মাণ এবং ব্যতিক্রমী গল্পের কারণে প্রথম মঞ্চায়নেই নাটকটি প্রশংসিত হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রাজীব রেজা, মনিরা মনি, আইরিন শ্রাবণী, সঞ্চিতা, কবির, শামিমা আক্তার মুক্তা, রাইমা, রূপক, সাইফ, আপন, হৃদয়, আপন, সবুজ, আলভী প্রমুখ। নাটকে সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন মঞ্জু সাহা ও তারেক, পোশাক শামিমা আক্তার মুক্তা, আলোক পরিকল্পনায় সরফরাস এবং নাটকের সেট পরিকল্পনায় নির্দেশক রাজীব রেজা। নাটকের গল্পে দেখা যায়, সত্তর দশকের একটি বিখ্যাত পত্রিকার দুই রিপোর্টার বিশ শতকের শুরুর দিকে এক বিখ্যাত অভিনেত্রীর সাক্ষাতকার নিতে যায়। পতিতাপল্লী থেকে উঠে আসা সেই অভিনেত্রী তুলে ধরেন তার জীবনের এক একটি পাতা। যে পাতায় বেরিয়ে আসে তখনকার সমাজের সাম্রাজ্য, বারবণিতার জীবন, তার ওপর শারীরিক মানসিক অত্যাচার এবং তার প্রেম। অভিনেত্রী তারাময়ী কি করে অন্ধকার থেকে আলো এবং প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আবার সেই অন্ধকারে হারিয়ে যায় নাটকে তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
×