ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়েমেন সীমান্তের কাছে সৌদি জেনারেল নিহত

প্রকাশিত: ০৫:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৫

ইয়েমেন সীমান্তের কাছে সৌদি  জেনারেল  নিহত

সৌদি আরবের দক্ষিণে ইয়েমেন সীমান্তের কাছে দেশটির এক জেনারেল নিহত হয়েছেন। সেখানে তিনি ‘দেশ রক্ষার দায়িত্বে’ নিয়োজিত ছিলেন। রবিবার সৌদি সেনাবাহিনী এ কথা জানিয়েছে। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, জাহানের ৮ম ব্রিগেডের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইবরাহিম হামজিকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।- খবর এএফপির। তবে কবে ইবরাহিম হামজি আহত হয়েছেন বা ঠিক কোন ঘটনায় তিনি আহত হন সে সম্পর্কে কিছু জানানো হয়নি। চলতি সপ্তাহান্তে সৌদি আরবের ইয়েমেন সীমান্তে হামজিকে নিয়ে দ্বিতীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহতের কথা জানানো হলো। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে ইয়েমেন সীমান্তে এক স্থলমাইন বিস্ফোরণের পর এক বন্দুক যুদ্ধে সৌদি আরবের এক কর্নেল ও আরও এক সীমান্তরক্ষী নিহত হয়। গত মার্চে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের সময় বেশকিছু সৌদি সৈন্য নিহত হয়।
×