ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের শান্তি সমৃদ্ধি চেয়ে শোলাকিয়ায় বিশেষ মোনাজাত

প্রকাশিত: ০৫:১৭, ২৮ সেপ্টেম্বর ২০১৫

দেশের শান্তি সমৃদ্ধি চেয়ে শোলাকিয়ায় বিশেষ মোনাজাত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ॥ দেশের বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় বিপুলসংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে ১৮৮তম ঈদ-উল- আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় জামাতে ইমামতি করেন শহরের বড়বাজার মারকাজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হিফজুর রহমান খান। এ জামাতে অংশ নিতে দূর-দূরান্তের মুসল্লিদের জন্য প্রতিবারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ে দুটি বিশেষ ট্রেন চালু করে। জামাতকে কেন্দ্র করে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মাঠের চারপাশে বসানো হয় নিরাপত্তা চৌকি। পুরো এলাকায় কঠোর ব্যবস্থা বসানো ছাড়াও বিভিন্ন প্রবেশ পথে মেটালডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাশি করা হয়। পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাব সদস্যের কঠোর নিরাপত্তা ও নজরদারিতে শন্তিপূর্ণভাবে নামাজ শেষ হয়। পরে দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদ-উল-আযহায় পশু কোরবানির আনুষ্ঠানিকতা থাকায় দূর-দূরান্তের মুসল্লিরা সাধারণত এই ঈদে কম আসেন। এ কারণে ঈদ-উল-ফিতরের তুলনায় ঈদ-উল-আযহার জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। জামাতে জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, র‌্যাব-১৪-এর অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইমসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা ও জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে ঈদের নামাজ আদায় করেন।
×