ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভৈরবে ২৭ দিনেও সন্ধান মেলেনি জাহাজ শ্রমিকের

প্রকাশিত: ০৫:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৫

ভৈরবে ২৭ দিনেও সন্ধান মেলেনি জাহাজ শ্রমিকের

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৭ সেপ্টেম্বর ॥ ভৈরবে নাজির মিয়া (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী হেনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এরই মধ্যে নিখোঁজের ২৭ দিন পেরিয়ে গেলেও কোন সন্ধান মেলেনি তার। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রাজারপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে নাজির। সে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে ভৈরব শহরের মডেল স্কুল সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করত। নাজির পেশায় জাহাজ নির্মাণ শ্রমিক। ১ সেপ্টেম্বর দুপুরে নাজিরকে কে বা কারা অপহরণ করে। ঘটনার পর নাজিরের মোবাইল থেকে অপহরণকারী ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের কথামতো পরদিন সন্ধ্যায় পাশের বাড়ির মোমেন নামের এক যুবকের মধ্যস্থতায় ১০ হাজার টাকা বিকাশে পাঠায়। কিন্তু এতেও কোন কাজ হয়নি। এরপর থেকে নাজিরের কোন সন্ধান মিলছে না। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর অপহৃত শ্রমিকের স্ত্রী হেনা বেগম বাদী হয়ে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ার জজ মিয়ার ছেলে সাদ্দামকে প্রধান আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করে।
×