ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শরণখোলায় মন্দির দখলের প্রতিবাদে সভা

প্রকাশিত: ০৫:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৫

শরণখোলায় মন্দির দখলের প্রতিবাদে সভা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় স্থানীয় ভূমি দস্যুর মন্দির ও পুরোহিতের বাড়ি দখলের জন্য হামলা ভাংচুর-লুটপাট এবং হুমকি-ধমকির প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের আয়োজনে ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে এ সভার আয়োজন করা হয়। রাজাপুর সর্বজনীন গোবিন্দ মন্দিরের সভাপতি গজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এ কে এম হাবিবুর রহমান, গোলাম মোস্তফা মধু, বাবুল আকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক বাবুল দাস, পূজা উৎযাপন কমিটির নেতা মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি হালদার, বাবু শরনন শিকদার, আশিষ দাস, বাদল রায়, বাদল মিত্র, স্বপন কুমার তড়ুয়া, তাপস চন্দ্র মৈত্র।
×