ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পল্লীকবি জসীম উদদীনের পুত্রবধূ লাঞ্ছিত

প্রকাশিত: ০৫:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৫

পল্লীকবি জসীম উদদীনের পুত্রবধূ লাঞ্ছিত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ সেপ্টেম্বর ॥ ফরিদপুরে পল্লী কবি জসীমউদদীনের বাড়িতে তার পুত্রবধূ লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মিন্টু শেখকে গ্রেফতার করেছে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। পুলিশ ও কবির পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার সকালে মিন্টু ও তার সঙ্গীরা ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লি কবির বাড়িতে যায়। তারা কবির বাড়িতে গিয়ে সেখানে অবস্থানরত কবিপুত্র ড. জামাল আনোয়ারের স্ত্রীকে লাঞ্ছিত করে। পরে তারা কবির বাড়ির মিউজিয়ামে রক্ষিত কবির স্মৃতিচিহ্ন বিভিন্ন দেশের একশটি মুদ্রা নিয়ে যায়। এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়। কবিপুত্র ড. জামাল আনোয়ার বর্তমানে জার্মানি থাকায় সেখান থেকে তিনি এ বিষয়টি প্রশাসনকে জানান। কবির পুত্রবধূ রাজিয়া আনোয়ার অভিযোগ করে বলেন, এ চক্রটি কবির বাড়িকে ঘিরে নানা অপরাধমূলক কর্মকা- করে আসছে। আমরা তাদের বাধা দিলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। মঙ্গলবার মিন্টু আমাকে লাঞ্ছিত করে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার রাতে কবির পুত্রবধূ বাদী হয়ে মামলা করেছেন।
×