ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে আ’লীগ যুবলীগ সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ০৫:১৯, ২৮ সেপ্টেম্বর ২০১৫

চরফ্যাশনে আ’লীগ যুবলীগ সংঘর্ষ ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ২৭ সেপ্টেম্বর ॥ পাল্টাপাল্টি মিছিল নিয়ে ভোলার চরফ্যাশনের চেয়ারম্যান বাজারে বৃহস্পতিবার বিকেলে আ’লীগ ও যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে লোকমান পাটোয়ারি, আজাদ পাটোয়ারি, আজগর, কালাম, ডাঃ আলাউদ্দিন, আঃ খালেক মুন্সি, আব্বাস, নুরে আলম চৌকিদার, মাওঃ মিজান, পারভেজ, জসিম, জামাল পাটোয়ারি, মহিউদ্দিন মাস্টার, রুহুল আমিন, আইয়ুব আলী, রিপন পাটোয়ারি, পারভেজ, কামাল উদ্দিন ও মোস্তফাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে চরফকিরা ঝিনুক আবাসন প্রকল্প এলাকায় পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি) বিদ্যুত লাইনের উদ্বোধনের পূর্বে উপ-মন্ত্রীকে স্বাগত জানিয়ে হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম হাওলাদার তার সমর্থকদের নিয়ে চেয়ারম্যান বাজারে শোডাউন করে। কিছুক্ষণ পর পাল্টা শোডাউন করে ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিনের নেতৃত্বে তার সমর্থকরা। একপর্যায়ে দু’গ্রুপের মিছিল, শোডাউন মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×