ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁও জাদুঘর পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ৫ এমপি

প্রকাশিত: ০৫:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৫

সোনারগাঁও জাদুঘর  পরিদর্শনে দক্ষিণ  কোরিয়ার ৫ এমপি

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ॥ সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ঐতিহাসিক বড় সরদারবাড়ির রেস্টোরেশন কাজ পরিদর্শন করেন কোরিয়ার ৫ জন জাতীয় সংসদ সদস্য। রবিবার বেলা ১১টায় প্রজাতন্ত্রী দক্ষিণ কোরিয়া এ্যাম্বাসির চার্জ দ্য এ্যাফেয়ার্স সামজুর নেতৃত্বে কোরিয়ার ৫ সংসদ সদস্য বড় সরদারবাড়ির রেস্টোরেশন কাজ ও জাদুঘরের বিভিন্ন গ্যালারী পরিদর্শন করেছেন। দক্ষিণ কোরিয়ার ৫ সংসদ সদস্যরা হলেন- কিম চং জিন, পার্ক মিনসো, চৈই ডং আইসি, কিম সুং ইয়েন ও মি. পার্ক লি নাম ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ সম্মানিত অতিথিগণের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। উল্লেখ্য, কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান ও কোরিয়া ইপিজেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিহাক সাং প্রায় ২০ লাখ ডলার ব্যয়ে ঐতিহাসিক বড় সরদারবাড়ির প্রকৃত সৌন্দর্য ফিরিয়ে আনতে রেস্টোরেশন কাজ বাস্তবায়ন করছেন।
×