ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে রাতের মধ্যে পশুর বর্জ্য অপসারণ

প্রকাশিত: ০৫:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রামে রাতের  মধ্যে পশুর বর্জ্য অপসারণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে কোরবানির দিন শুক্রবার রাতের মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে সিটি কর্পোরেশন। এতে নিয়োজিত ছিলেন কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। আর সার্বিক বিষয় তদারক করেন সংশ্লিষ্ট বিষয়ের কর্মকর্তা এবং কাউন্সিলররা। চসিক সূত্রে জানানো হয়, বর্জ্য অপসারণ কার্যক্রমে নিয়োজিত করা হয় প্রায় দুই হাজার পাঁচশ’ সেবক এবং ১৩৫টি গাড়ি ও ১৯টি টমটম। নগরীর দামপাড়ার কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং চলে। ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর, চারটি জোন চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষণ করেন। এছাড়া নগরীর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বর্জ্য অপসারণে সহযোগিতা করেন। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দীন এক বিবৃতিতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজে কর্পোরেশনকে সার্বিকভাবে সহযোগিতা করায় সর্বস্তরের নগরবাসী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রিণ্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, সেবক, গাড়ির চালক, বিদ্যুত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×