ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ে ১৩ রানে পরাজিত

টি২০, জয় দিয়ে শুরু পাকিস্তানের

প্রকাশিত: ০৫:২৫, ২৮ সেপ্টেম্বর ২০১৫

টি২০, জয় দিয়ে শুরু পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে সফর শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। জিম্বাবুইয়ে সফরে সিরিজের প্রথম টি২০ ম্যাচে ১৩ রানে স্বাগতিকদের হারিয়েছে তারা। রবিবার হারারে স্পোর্টস ক্লাবে এ জয়ের মাধ্যমে দুই ম্যাচের টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শহীদ আফ্রিদির দল। মঙ্গলবার একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টি২০ অনুষ্ঠিত হবে। টস জিতে আগে ব্যাট হাতে নিয়েছিল পাকরা। কিন্তু শুরুতেই বিপর্যয়ে পড়ে তারা ব্যাটিং অলরাউন্ডার চামু চিবাভার পেস তোপে। তিন টপঅর্ডার আহমেদ শেহজাদ (১৭), মুখতার আহমেদ (৪) ও শোয়েব মাকসুদকে (৬) সাজঘরে ফেরান তিনি। দলীয় ২৯ রানে ৩ উইকেট হারানো পাকরা লড়াইয়ের পুঁজি দাঁড় করাতে পেরেছে মূলত শোয়েব মালিক ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের কল্যাণে। শোয়েব ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৫ ও রিজওয়ান ৩২ বলে ১ চার ও ১ ছক্কায় হার না মানা ৩৩ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের মামুলি সংগ্রহ গড়ে পাকরা। চিবাভা ১৮ রানে নেন ৩ উইকেট। জিম্বাবুইয়ে ব্যাটিংয়ে নামার পর আর সংগ্রহটা ছোট মনে হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছেন তারা অর্থোডক্স স্পিনার ইমাদের দাপটে। ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা একপ্রান্ত ধরে ছিলেন। কিন্তু ২৫ বলে ২৫ করার পর তিনিও ফিরে গেছেন। কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক এলটন চিগুম্বুরা চেষ্টা করছিলেন। কিন্তু ২৮ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করার পর তিনিও ফিরে যান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৩ রান করতে সক্ষম হয় জিম্বাবুইয়ে। ক্যারিয়ারসেরা বোলিং করে ১১ রানে ৪ উইকেট নেন ইমাদ। স্কোর ॥ পাকিস্তান ইনিংস- ১৩৬/৮; ২০ ওভার (মালিক ৩৫, রিজওয়ান ৩৩*, ইমাদ ১৯; চিবাভা ৩/১৮)। জিম্বাবুইয়ে ইনিংস- ১২৩/৯; ২০ ওভার (চিগুম্বুরা ৩১, মাসাকাদজা ২৫; ইমাদ ৪/১১)। ফল ॥ পাকিস্তান ১৩ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ইমাদ ওয়াসিম (পাকিস্তান)। সিরিজ ॥ দুই ম্যাচ টি২০ সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে।
×