ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০১৫

ভোলায় ছাত্রদল  নেতাকে  পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ২৭ সেপ্টেম্বর ॥ ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাককে (৩৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত দেড়টার সময় উপজেলার শশীভূষণ থানার দুর্গম হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারের বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক উপজেলা সদর জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ হোসেনের ছেলে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া জানান, উপজেলা ছাত্রদল সভাপতি আঃ রাজ্জাক শুক্রবার ঈদের দিন রাতে হাজারীগঞ্জ গ্রামের জনৈক প্রবাসীর বাড়িতে দাওয়াত খেয়ে হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদল সাংগঠনিক সম্পাদক জহির ও ছাত্রদল নেতা কামালসহ মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান বাজার বেড়িবাঁধের ওপর একদল সন্ত্রাসী পথরোধ করে তাদের ওপর হামলা চালায়। এ সময় কামাল ও জহির পালিয়ে প্রাণ রক্ষা করে। এরপর সন্ত্রাসীরা রাজ্জাককে বেড়িবাঁধের একটি গাছের সঙ্গে বেঁধে তার হাতের আঙ্গুল ও দুই পাসহ শরীরের বিভিন্ন অংশ পিটিয়ে ও কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রাজ্জাককে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ভোলা হাসপাতালে নেয়া হলে শনিবার ভোর ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত শেষে ওই দিন শনিবার বিকেলে ভোলা বিএনপির অফিসের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা রাজ্জাক হত্যার তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রাত পৌনে ১১টায় চরফ্যাশনের পশ্চিম জিন্নাগড় এলাকার নুরিয়া মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাজ্জাকের লাশ দাফন করা হয়। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দাখিল করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে।
×