ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাদওয়ানস্কার অগ্রগতি

প্রকাশিত: ০৪:১৩, ২৯ সেপ্টেম্বর ২০১৫

রাদওয়ানস্কার অগ্রগতি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে শিরোপার স্বাদ পেলেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে হারিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। প্যান প্যাসিফিক ওপেন জয়ের ফলাফলটাও পেয়ে গেলেন পোলিশ তারকা। টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এলেন ২৬ বছর বয়সী এই তারকা। ছয় ধাপ এগিয়ে বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্ককিংয়ের সপ্তম স্থানে উঠে এলেন তিনি। বর্তমানে তার দখলে ৩,১৯০ পয়েন্ট। আর প্যান প্যাসিফিক ওপেনে রানারআপ হওয়া বেলিন্ডা বেনচিচও একধাপ উপরে উঠে এসেছেন। বর্তমানে তার অবস্থান চৌদ্দতম। সোমবার প্রকাশিত সর্বশেষ এটিপি র‌্যাঙ্ককিংয়ে উন্নতি ঘটেছে সার্বিয়ার আনা ইভানোভিচেরও। তিন ধাপ এগিয়ে এসেছেন তিনি। বর্তমানে তার র‌্যাঙ্ককিং নবম। তবে ডব্লিউটিএ টেনিস র‌্যাঙ্ককিংয়ের শীর্ষ পাঁচে কোন ধরনের পরিবর্তন আসেনি। শীর্ষস্থান অক্ষুণœ রেখেছেন আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। আর দুইয়ে আছেন যথারীতি রোমানিয়ার সিমোনা হ্যালেপ। সদ্যসমাপ্ত বছরের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। ইতালিয়ান টেনিস তারকা রবার্টা ভিঞ্চির কাছে হেরে টুর্নামেন্টের শেষ চার থেকে বিদায় নেন ২১ গ্র্যান্ডসøাম জয়ের মালিক। কিন্তু তাতে র‌্যাঙ্ককিংয়ে কোন প্রভাব পড়েনি তার। রোমানিয়ার সিমোনা হ্যালেপের চেয়ে দ্বিগুণ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন দুইদিন আগেই ৩৪তম জন্মদিনের কেক কাটা এই আমেরিকান তারকা। তাদের পরেই অবস্থান মারিয়া শারাপোভার। রাশিয়ান টেনিস তারকা উইম্বল্ডনের সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরেছিলেন মাশা। এরপর আর কোন টুর্নামেন্টে খেলেননি তিনি। তবে দুই মাস পর উহান ওপেন দিয়ে কোর্টে ফিরছেন রাশিয়ান টেনিসের এই গ্লামারগার্ল। রুশ সুন্দরীর পরেই চতুর্থ এবং পঞ্চম স্থানে অবস্থান করছেন যথাক্রমে চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা এবং তারই স্বদেশী লুসি সাফারোভা। ক্যারিয়ারের শেষমুহূর্তে ইউএস ওপেনের শিরোপা জিতে টেনিস বিশ্বকে চমকে দেন ফ্লাভিয়া পেনেত্তা। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্ককিংয়েও একধাপ উন্নতি ঘটেছে তার। তবে ব্যাপক পরিবর্তন ঘটেছে টেনিস র‌্যাঙ্ককিংয়ের সাবেক শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকির। ড্যানিশ এই টেনিস তারকার পাঁচ ধাপ অবনমন ঘটায় শীর্ষ দশ থেকে ছিটকে পড়েছেন।
×