ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেনিনজাইটিসে আক্রান্ত মাছুমের চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:১৫, ২৯ সেপ্টেম্বর ২০১৫

মেনিনজাইটিসে আক্রান্ত মাছুমের চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার॥ মেনিনজাইটিস রোগে আক্রান্ত মাছুমের (১০) চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। এ রোগে আক্রান্ত হয়ে ক্রমান্বয়ে তার হাত, পা, গলাসহ সমস্ত শরীরে ইনফেকশন সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে তার শরীর থেকে বিষাক্ত রক্ত ঝরছে। ব্যথার যন্ত্রণায় কিছুই খেতে পারছে না। মাঝে মাঝে শ্বাসকষ্ট, মাথাব্যথায় জ্ঞানশূন্য হয়ে পড়ছে। ডাক্তার জানিয়েছেন জরুরী ভিত্তিতে তার উন্নত চিকিৎসা করা না হলে যে কোন মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। অথচ তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১ লাখ টাকা। পিতৃমাতৃহীন মাছুমের চিকিৎসার দায়িত্ব এসে পড়েছে তার খালার ওপর। তিনি গার্মেন্টসের সামান্য বেতনের কর্মচারী। ঢাকার গোপীবাগে ২ ছেলেমেয়ে নিয়ে কোন রকমে সংসার চালাচ্ছেন তিনি। এর ওপর মাছুমের চিকিৎসা বাবদ ইতোমধ্যে ১৮ হাজার টাকা ব্যয় হয়েছে। সিলেটের পলাশপুর প্রাইমারী স্কুলের ৫ শ্রেণীর ছাত্র মাছুম। এ অবস্থায় তার চিকিৎসার জন্য সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার খালা। কোন সহৃদয় ব্যক্তি মাছুমের চিকিৎয়া সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন। বি. ইরানী সঞ্চয়ী হিসাব নং- ১০৬৩৩ (অনলাইন), উত্তরা ব্যাংক লিমিটেড, রমনা শাখা ঢাকা ১০০০ অথবা বিকাশ করা মোবাইল নম্বর- ০১৬২৯১০২৫২৮। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×