ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই ব্যাংকের ছয় পরিচালককে শোকজ

প্রকাশিত: ০৮:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০১৫

দুই ব্যাংকের ছয়  পরিচালককে  শোকজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আইন লঙ্ঘন করে ব্যাংকের পরিচালকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেও থাকায় ছয় জনকে কারণ দর্শাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে ওই ছয় জনকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়। চিঠিতে ওই ছয় জনকে আগামী ১৫ দিনের মধ্যে যে কোন একটি পদ ছাড়তে বলা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গবর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোম্পানি সেক্রেটারি বরাবর এই চিঠি পাঠানো হয়। ওই ছয় জন হলেন, রুবেল আজিজ, মেহেরুন হক, হোসেন মেহমুদ, আজিজ আল কায়সার, হোসেন খালেদ এবং শহিদুল আহসান। আইন অনুযায়ী কোন ব্যক্তি একটা ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলে একই সঙ্গে অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারেন না। একাধিক প্রতিষ্ঠানে থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (সংশোধিত ২০১৩) এর ২৩ (১) (ক) উপধারা অনুযায়ী ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়।
×