ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সঙ্গীত প্রতিভা প্রত্যয় খান

প্রকাশিত: ০৩:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০১৫

সঙ্গীত প্রতিভা প্রত্যয় খান

স্টাফ রিপোর্টার ॥ তরুণদের হাত ধরেই এগোচ্ছে আমাদের সংস্কৃতি অঙ্গন। প্রবীণদের অভিমান আর অবসরের অজুহাতে উৎকর্ষতার পরিবর্তে সংস্কৃতি অঙ্গনের যখন বেহালদশা তখন তরুণরাই দেশের ভবিষ্যৎ পথের দিশারী। এই অবস্থায় বর্তমানে সময়ে যে কয়েকজন মেধাবী তরুণ আমাদের দেশে সংস্কৃতি অঙ্গনে বিশেষ করে সঙ্গীত অঙ্গনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন তাদের মধ্যে অন্যতম প্রত্যয় খান। সাম্প্রতিক সময়ে মেধাবী এই তরুণ গান গাওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে তিনি অডিও এ্যালাবম এবং বিজ্ঞাপনের জিঙ্গেলের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন । এর মধ্যে ঈদ উপলক্ষে তিনি দুটি মিশ্র এ্যালবামের কাজ করেছেন। দুটি এ্যালবামেই তাঁর নিজের সুর ও সঙ্গীতে নিজেই গেয়েছেন তিনি। ‘দূরে’ শিরোনামের গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম ও অন্য গানটি লিখেছেন জয়া। এছাড়া আরও বেশ কয়েকটি জনপ্রিয় শিল্পীর সলো ও মিশ্র এ্যালবামে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। তবে সামনে পরীক্ষার জন্য পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। ইতোমধ্যে তিনি তাঁর প্রথম সলো কাজ এ্যালবামের কাজ শুরু করেছেন বলে জানান প্রত্যয়। তিনি আশা করেন আগামী বছরই এ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে পারবেন। এদিকে ২০১০ সালে তার বড় ভাই হৃদয় খানের দ্বিতীয় সলো এ্যালবামে প্রথম গান করেন। তার সুর ও সঙ্গীত পরিচালনায় প্রথম মিশ্র এ্যালবাম ‘ফেন্ডস এ্যান্ড ফ্যামিলি’ ২০১১ সালে লেজার ভিশনের ব্যনারে রিলিজ হয়। তার সঙ্গীত পরিচালনায় কোনাল, পূজাসহ এ প্রজন্মের অনেকে গান করেছেন। গত ঈদ উল ফিতরে তার ও সুম্মিতা বিশ্বাস সাথীর গাওয়া ‘ভালবাসা কি’ শিরোনামের গানটি আলোচনায় আসে। গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যয় নিজেই। গানটির কথা লিখেছেন সুম্মিতা বিশ্বাস সাথী। সঙ্গীত জীবনে অন্যতম প্রাপ্তি ,বাবার সুর ও সঙ্গীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয়। তার সঙ্গে গানটি গেয়েছেন নাউমি। এটিই তার অন্যতম ভাললাগার বিষয়। সফল সঙ্গীত পরিচালক এ আর রহমানের ভক্ত প্রত্যয়। তার নিজের একান্ত চেষ্টায় তিনি সফল সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালনার দিকে অগ্রসর হচ্ছেন। ভবিষ্যৎ এ অডিও এ্যালবাম এবং চলচ্চিত্র দু মাধ্যমেই তিনি মনোযোগী হতে চান। বাংলা গান নিয়ে তার স্বপ্নর প্রসঙ্গে তিনি বলেন, সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই। শ্রোতারা যে ধরনের গান পছন্দ করে, সে ধরনের গান বেশি বেশি করতে চাই। আমি চাই বাংলাদেশের গান সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাক। আমি আরও স্বপ্ন দেখি আমার সঙ্গীত পরিচালনায় দেশে ও দেশের বাইরের অনেক জনপ্রিয় শিল্পীরা গান গাইবে। প্রত্যয়ের স্বপ্ন সত্যি হোক সেই প্রত্যাশা।
×