ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঘের মতো শিশু!

প্রকাশিত: ০৫:১৭, ৩০ সেপ্টেম্বর ২০১৫

বাঘের মতো শিশু!

বাঘের মতো দেখতে এক শিশুর জন্ম হয়েছে। শিশুটির হাত, পা, মুখ, চোখ, এমনকি শরীরের চামড়াও বাঘের মতো। শিশুটির আকৃতি পশুর মতো হলেও নড়াচড়া ও মায়ের দুধ পানসহ গলার শব্দ মানুষের মতোই। এ ঘটনা ঘটেছে টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের ওটি রুমে স্বাভাবিকভাবে জন্ম হয় শিশুটির। শিশুটির মায়ের নাম সালেহা। পিতা রফিক। জন্ম হওয়ায় পর শিশুটির পিতাসহ পরিবারের সকলেই ভীত হয়ে যায়। শুরু করে কান্নাকাটি। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা এটা একটি রোগ। এতে ভয় পাওয়ার কিছু নেই। জানা যায়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে বিপুল সংখ্যক লোক হাসপাতালে ভিড় করে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। এ বিষয়ে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট নাজমা খলিল জানান, সালেহা বেগমের তলপেটে ব্যথা করছিল বলে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। সব কিছু চেকআপ করে দেখা যায় তার পেটে নয় মাসের সন্তান। অবশ্য সালমা এ সন্তানের ব্যাপারে কিছুই জানত না। পরে হাসপাতালে ভর্তি করলে সালমা একটি শিশুর জন্ম দেয়। জন্মগ্রহণের পর দেখা যায় শিশুটি দেখতে অনেকটা বাঘের মতো, তার মুখে দুটি দাঁতও রয়েছে। পরে মা ও শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। - নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল
×