ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের তথ্য প্রকাশ

মিনায় নিহত বাংলাদেশী হাজীদের লাশ হস্তান্তর ৪৫ দিনের মধ্যে

প্রকাশিত: ০৫:১৫, ১ অক্টোবর ২০১৫

মিনায় নিহত বাংলাদেশী হাজীদের লাশ হস্তান্তর ৪৫ দিনের মধ্যে

বিডিনিউজ ॥ সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশীদের মরদেহ আগামী ৪৫ দিনের মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ বোরহান উদ্দিন বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মিনায় পদদলনের ঘটনায় হতাহত ও নিখোঁজ বাংলাদেশীদের খোঁজখবর নিতে বাংলাদেশের হজ মিশন আগামী ৪৫ দিন মক্কায় অবস্থান করবে। অন্য বছর হজ শেষে মক্কার অস্থায়ী হজ মিশন জেদ্দায় চলে যায়। গত ২৪ সেপ্টেম্বর মিনায় প্রতীকী শয়তানকে পাথর ছুড়তে যাওয়ার সময় পদদলনের ঘটনায় ৭৬৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশী বলে এ পর্যন্ত নিশ্চিত হয়েছে সরকার। বোরহান উদ্দিন বলেন, আশা করা যাচ্ছে, ৪৫ দিনের মধ্যে নিহতদের মরদেহ আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সৌদিতে নিহত কোন ব্যক্তির ওয়ারিশ না পাওয়া গেলে সেই লাশ সেখানেই দাফন করা হবে। তিনি জানান, এ পর্যন্ত যে ২৬ বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিন জনের লাশ হস্তান্তর করা হয়েছে। এখনও ৫২ বাংলাদেশি নিখোঁজ আছেন জানিয়ে রোবহান বলেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’ তিনি বলেন, নিখোঁজদের বিষয়ে অনুসন্ধান চলছে। যারা অসুস্থ বা আহত, তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
×