ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাচ রানীর সঙ্গে বৈঠক

দেশে ব্যাপকভিত্তিক অর্থায়ন কর্মসূচী চালু করতে চান প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪০, ১ অক্টোবর ২০১৫

দেশে ব্যাপকভিত্তিক অর্থায়ন কর্মসূচী চালু করতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর জন্য বাংলাদেশে ব্যাপকভিত্তিক অর্থায়ন কর্মসূচী চালু করতে তাঁর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দফতরে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমর সঙ্গে এক বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন। খবর বাসসর। জাতিসংঘ মহাসচিবের উন্নয়ন সংক্রান্ত ব্যাপকভিত্তিক অর্থায়ন বিষয়ক স্পেশাল এ্যাডভোকেট রানী ম্যাক্সিম এই অর্থায়ন কর্মসূচী সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। রানী বলেন, তিনি ব্যাপকভিত্তিক অর্থায়ন কর্মসূচী সংক্রান্ত একটি কৌশল চালু করতে যাচ্ছেন এবং তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি চান। প্রধানমন্ত্রী নদী ড্রেজিং ও জলবায়ু সহিষ্ণুতাসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচীতে রানীর সহায়তা কামনা করেন।
×