ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে মিছিলকারীদের পুলিশের বাধা

প্রকাশিত: ০৮:১৩, ১ অক্টোবর ২০১৫

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে মিছিলকারীদের পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার ॥ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে বুধবার আবার বাধা দিয়েছে পুলিশ। মিছিল থেকে ১০ জনকে আটক করেছে বলে অভিযোগ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি পুলিশের পিটুনিতে আহত হয়ে ছয় শিক্ষার্থী ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে থেকে আন্দোলনকারীদের ১০ জনকে আটক করা হয় বলে পুলিশের রমনা জোনের এডিসি মোঃ জসিম জানিয়েছেন। তাদের রমনা থানায় নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারীদের সবাই পরীক্ষার্থী নন। তাদের কেউ শহীদ মিনারে, কেউ রাজু ভাস্কর্য আবার কেউ শাহবাগে জমায়েত হতে চেয়েছিল। তাদের মধ্যে এ রকম মতবিরোধ দেখে সন্দেহ হলে কয়েকজনকে আটক করা হয়। এছাড়া আন্দোলনে সংহতি জানাতে আসা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একদল নেতাকর্মীকেও শাহবাগ থানায় ধরে নেয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর সরকারী-বেসরকারী মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় অংশ নেয়া ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জনকে যোগ্য ঘোষণা করে ফল প্রকাশ করা হয় ২০ সেপ্টেম্বর। উল্লেখ্য, পরীক্ষার পরদিন থেকেই আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
×