ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গেইনারের শীর্ষে মিউচুয়াল ফান্ড

দরবৃদ্ধির ধারায় ফিরল পুঁজিবাজার

প্রকাশিত: ০৩:৫০, ২ অক্টোবর ২০১৫

দরবৃদ্ধির ধারায় ফিরল পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিনের সূচকের সামান্য পতন থেকে আবারও দরবৃদ্ধির ধারায় ফিরল দেশের পুুঁজিবাজার। দিনভর সূচকের উত্থান-পতনে লেনদেন চললেও শেষ বিকেলে সব ধরনের সূচকের বৃদ্ধি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের লেনদেন শেষ হয়েছে। ঢাকার বাজারে সব ধরনের সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মিশ্রধারায়। তবে তুলনায় দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। উভয় বাজারেই দরবৃদ্ধির তালিকায় উঠে এসেছে মিউচুয়াল ফান্ড। কিন্তু ফান্ডের দর কমা সূচকের কোন প্রভাব ফেলে না, যার কারণে ডিএসইর সূচক খুব বেশি বাড়েনি। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে মিশ্র প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৪ কোটি ২৩ লাখ টাকার। যা তুলনায় ৭১ কোটি বা ১৪ দশমিক ৩৫ শতাংশ কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। সকালে নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে সারাদিন সূচকের ওঠানামা চলতে থাকে। তবে দিনশেষে ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, সামিট এ্যালায়েন্স পোর্ট, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, আইডিএলসি ফিন্যান্স, বিএসআরএম স্টিলস, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনিট হোটেল এ্যান্ড রিসোর্টস এবং এসিআই লিমিটেড। এদিকে দিনটিতে টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করছে মিউচুয়াল ফান্ড খাত। এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৯টিই মিউচুয়াল ফান্ড খাতের। এ খাতের নেতৃত্বে ছিল এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে জানা গেছে, গেইনার তালিকায় থাকা এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের দর ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে রয়েছে। এদিন ফান্ডটি সর্বশেষ লেনদেন করে ৭ টাকা ৭০ পয়সা দরে। এছাড়া এই ফান্ডের ২১ লাখ ৬০ হাজার ৬৬৪টি ইউনিট ১৫১ বারে লেনদেন হয়। এই খাতের এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের প্রতিটি ইউনিট দর ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ বেড়ে গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন ফান্ডটি সর্বশেষ লেনদেন করে ৫ টাকা ৬০ পয়সা দরে। ফান্ডের ২৭ লাখ ৫০ হাজার ২৯৯ ইউনিট ২৩১ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৪০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। ফান্ডটি সর্বশেষ লেনদেন হয় ৪ টাকা ৬০ পয়সা দরে। এদিন ফান্ডের ২৬ লাখ ১৪ হাজার ৩৬৪টি ইউনিট ১৭৯ বারে লেনদেন হয়। গেইনারে থাকা অন্য ফান্ডগুলো হচ্ছে- ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড। একইসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সাইফ পাওয়ার টেক, ফার কেমিক্যাল, মোজাফফর হোসেন স্পিনিং, বিএসআরএম লিমিটেড, সামিট পোর্ট এলায়েন্স, পেনিনসুলা চট্টগ্রাম, ইউনাইটেড পাওয়ার, আমান ফিড, গ্রামীণফোন ও ইউনাইটেড এয়ার।
×