ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক সেকেন্ডে সিআইবি রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫৪, ২ অক্টোবর ২০১৫

এক সেকেন্ডে সিআইবি রিপোর্ট

মাত্র এক সেকেন্ডে দেশের কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সিআইবি সংক্রান্ত যাবতীয় সার্ভিস দেবে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উদ্যোগে সিআইবি অনলাইন সলিউশনের মাধ্যমে এ সেবা চালু করা হয়। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একই সঙ্গে বিদেশী ভেন্ডরের ওপর নির্ভরশীলতা কমে আসবে এবং বিজনেস সংক্রান্ত যে কোন পরিবর্তনের ক্ষেত্রে সময় ও অর্থের সাশ্রয় হবে। পূর্বের সলিউশনের তুলনায় অধিকতর তথ্যসমৃদ্ধ ও ব্যবহারবান্ধব এবং পূর্বের সলিউশনের অনেক সীমাবদ্ধতা নতুন সলিউশনে দূর করা হয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বে বিদেশী সফটওয়্যার ব্যবহার করে এ কাজ করা হতো। -অর্থনৈতিক রিপোর্টার সেবার মান বাড়াবে ওয়ালমার্ট অনলাইনে নিত্যপণ্যের বিক্রি বাড়াতে সেবার মান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান-ওয়ালমার্ট। এর মাধ্যমে ওয়ালমার্টের ওয়েবসাইটে কোন নিবন্ধন ফি ছাড়াই পণ্যের ক্রয়াদেশ দিতে পারবেন ক্রেতারা। পরে ক্রয়াদেশ অনুযায়ী ক্রেতাদের কাছে নির্দিষ্ট পণ্য পৌঁছে দেয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য দেশটির নিউমার্কেটগুলোতে বিশেষ ‘পিকআপ সার্ভিসে’র ব্যবস্থাও করেছে ওয়ালমার্ট। অনলাইনের ক্রয়াদেশ অনুযায়ী বাজার থেকে সরাসরি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেয়া হবে এই পিকআপ ট্রাকের মাধ্যমে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশেরও বেশি ভোগ্যপণ্যের বিক্রির বাজার রয়েছে ওয়ালমার্টের দখলে। -অর্থনৈতিক রিপোর্টার
×