ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৫৪ লাখ টাকার চেক হাতিয়ে নিল দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৫:৪৮, ২ অক্টোবর ২০১৫

কলাপাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৫৪ লাখ টাকার চেক হাতিয়ে নিল দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ অক্টোবর ॥ কলাপাড়ার নাচনাপাড়া মহল্লার শাহআলম হাওলাদার (৫৫) এক ব্যক্তিকে মাইক্রোযোগে অপহরণ করে পটুয়াখালীতে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৫৪ লাখ টাকার পাঁচটি ব্যাংক চেকের পাতায় সই এবং পাঁচটি নন জুডিশিয়াল স্ট্যাম্পসহ ছবিতে সই রেখে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় শাহআলম হাওলাদার কলাপাড়া থানায় বৃহস্পতিবার একটি জিডি করেছেন। শাহআলম জিডিতে উল্লেখ করেন, মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে চাকামইয়া নতুন ব্রিজ সংলগ্ন একটি স-মিলে গাছ কাটানোর জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সাদা মাইক্রো থেকে একজন জরুরী কথা আছে বলে গাড়িতে উঠতে বলে। ওঠার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে গাড়িতে থাকা আরও পাঁচ সন্ত্রাসী অস্ত্রের মুখে শাহআলমকে জিম্মি করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খুনের ভয় দেখিয়ে মোবাইল দিয়ে শাহআলমের বাসায় ফোন করিয়ে শাহজালাল ইসলামী ব্যাংক খেপুপাড়া শাখার চেক বই নিতে বাধ্য করা হয়। পাঁচটি চেকের পাতায় ৫৪ লাখ টাকা লিখে শাহআলমের সই নেয়া হয়। একইভাবে ৪৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে ও নিচে এবং চার কপি পাসপোর্ট সাইজের ছবিতে সই রাখা হয়। পটুয়াখালী ব্রিজের উত্তর পাড়ে এয়ারপোর্ট সংলগ্ন রাস্তার পাশে নিয়ে শাহআলমকে জিম্মি করে সই রেখে রাস্তায় ছেড়ে দেয়া হয়। শাহআলমের দাবি কুয়াকাটা পর্যটন এলাকার জমিজমা সংক্রান্ত একটি প্রতিপক্ষের সঙ্গে তার মামলা চলে আসছে। এর জের ধরে তাকে অপহরণ করা হয়েছিল। বর্তমানে শাহআলম চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি তার নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। কলাপাড়া থানার ওসি মোহাঃ আজিজুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
×