ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজন হত্যা মামলায় বাদীসহ দু’জনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৫:৫০, ২ অক্টোবর ২০১৫

রাজন হত্যা মামলায় বাদীসহ দু’জনের সাক্ষ্যগ্রহণ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টা ৫ মিনিট থেকে বিকেল পৌনে ৩টা পর্যন্ত সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে মামলার বাদীসহ দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য দেন মামলার বাদী জালালাবাদ থানার সাময়িক বরখাস্ত এসআই আমিনুল ইসলাম ও রাজনের বাবা আজিজুর রহমান। শিশু রাজনের মা লুবনা আক্তারের সাক্ষ্য দেয়ার কথা থাকলেও অসুস্থ হয়ে পড়ায় তার সাক্ষ্য গ্রহণ পরে হবে বলে জানানো হয়। সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের এ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, আব্দুল খালিক, আলী হায়দার ফারুক, আখতারুজ্জামান ও শাহ আলম। আদালত সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর ১৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়ে বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন রেখেছিল আদালত। আগামী ৪, ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবরও সাক্ষ্য নেয়া হবে। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৮ জনের জাবানবন্দী শুনবে আদালত। সাক্ষ্যগ্রহণের সময় গ্রেফতার ১০ আসামি আদালতে হাজির ছিল। মামলার আসামিরা হলোÑ সদর উপজেলার শেখপাড়ার বাসিন্দা কামরুল ইসলাম, তার ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদ; পাভেল আহমদ, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী। এদের মধ্যে পলাতক কামরুল, শামীম ও পাভেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।
×