ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এমিলির অপারেশন, সোহেল রানার ইনজুরি

ছিটকে গেলেন লোপেজের দুই শিষ্য

প্রকাশিত: ০৬:০৬, ২ অক্টোবর ২০১৫

ছিটকে গেলেন লোপেজের দুই শিষ্য

স্পোর্টস রিপোর্টার ॥ পেয়ে হারানোর বেদনায় কাতর এমিলি এবং সোহেল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৯ জনের প্রাথমিক স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি ও মিডফিল্ডার সোহেল রানা। আগামী ১৩ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কিরগিজস্তানে গিয়ে তাদের বিপক্ষে খেলা হবে না তাদের। এমিলির পেটে টিউমার ধরা পড়ায় অপারেশন করতে হবে তাকে। আর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন সোহেল। দু’দিন আগেই রিপোর্ট পাওয়ার কথা ছিল এমিলির। তবে ঈদের কারণে দু’দিন পর বৃহস্পতিবার রিপোর্ট হাতে পান তিনি। ডাক্তার জানিয়ে দিয়েছেন ওষুধে সারবে না, অপারেশনই করতে হবে। এ কারণে কিরগিজস্তানের ম্যাচে থাকতে পারছি না। তাই মনটা খুব খারাপ!’ ক্যারিয়ারের এ ধরনের ঘটনা এবারই প্রথম ঘটল এমিলির বেলায়। যেদিন থেকে জাতীয় দলে খেলছেন, ডাক পেয়ে খেলতে পারেননি, এমনটা কখনও হয়নি। স্বভাবতই খেলতে না পেরে খুব হতাশ তিনি। ‘খুব খারাপ লাগছে। যেন দ্রুত সুস্থ হতে পারি এবং পরের ম্যাচগুলো খেলতে পারি, এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’ এমিলির চাওয়া। টিউমার ধরা পড়ার বিষয়টা এমিলির সতীর্থরাও জানেন। দলের অধিনায়ক মামুনুল ইসলামও চেয়েছিলেন কিরগিজস্তানের ম্যাচে সতীর্থকে পাশে পেতে। অপারেশনটা ম্যাচের পর করানো যায় কি না, জানতেও চেয়েছিলেন।
×