ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফের পরীক্ষা নেয়ার দাবি

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে সংহতি সমাবেশ

প্রকাশিত: ০৫:১৩, ৩ অক্টোবর ২০১৫

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে সংহতি সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেয়ার দাবিতে শুক্রবার শাহবাগে সংহতি সমাবেশ করেছে ভর্তিচ্ছু ও অভিভাবকরা। বিকেল তিনটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়টি আজ দেশবাসী জানে। প্রশ্নফাঁসে জড়িতদের কেউ কেউ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে। চিকিৎসা সেক্টরের বৃহৎ স্বার্থে এমন স্পর্শকাতর বিষয়টি এড়িয়ে দক্ষ চিকিৎসক গড়ে তোলা যাবে না। প্রশ্নফাঁসের বিষয়ে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) ভূমিকা নেয়া প্রয়োজন। যদি কেউ ফাঁস হওয়া প্রশ্নপত্র পেয়ে চিকিৎসক হন, তাহলে তা জাতির জন্য ক্ষতিকর কবে। সমাবেশের সময় শিক্ষার্থীরা নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেখানে কয়েকটি প্ল্যাকার্ডে লেখা ছিল ‘যদি হবে প্রশ্নফাঁস, পড়বো কেন ১২ মাস?, যদি হয় প্রশ্নফাঁস হাজার রোগীর পড়বে লাশ, প্রহসনের পরীক্ষা মানি না মানবো না।’ প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর সরকারী-বেসরকারী মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় অংশ নেয়া ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জনকে যোগ্য ঘোষণা করে ফল ঘোষণা করা হয় ২০ সেপ্টেম্বর। পরীক্ষার পরদিন থেকেই আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
×