ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিতুমীর কলেজ ছাত্রাবাসের ছাদে ধস

প্রকাশিত: ০৫:১৮, ৩ অক্টোবর ২০১৫

তিতুমীর কলেজ ছাত্রাবাসের ছাদে ধস

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সরকারী তিতুমীর কলেজ ছাত্রাবাসের ছাদ ধসের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে মহাখালীতে অবস্থিত আক্কাছুর রহমান আঁখি হলের ২১২ নম্বর রুমের ছাদ ধসে পড়ে। ছাত্ররা জানান, ছাদ ধসে স্টিলের খাট ভেঙে গেছে। এছাড়া রুমের অর্ধেকের বেশি স্থানের ছাদ ধসে রড বেরিয়ে গেছে। ২১২ নম্বর রুমের ছাত্র এমদাদ বলেন, জুমার নামাজ পড়তে গিয়েছিলাম, তাই কোন অঘটন ঘটেনি। এ রুমে চারটি বিছানা থাকলেও ১২ থেকে ১৪ জন ছাত্র থাকেন। আক্কাছুর রহমান আঁখি হলের সহকারী হল সুপার সালাউদ্দিন হায়দার বলেন, সরেজমিনে দেখে এসেছি ও ধসের ঘটনা কলেজ প্রশাসনকে জানিয়েছি। তারা শনিবার এসে ব্যবস্থা নেবেন বলেছেন। তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রাসেল জানান, আঁখি হলের ২১৭, ২০৬, ১০৬, ৩০১ ও ৩০২ নম্বর রুমের ছাদেও ফাঁটল ধরেছে। এছাড়া তিনতলা ছাত্রাবাসের অধিকাংশ রুমের ছাদ থেকে অল্প বৃষ্টিতেই পানি পড়ে। আক্কাছুর রহমান আঁখি হলে মোট ৪৬টি রুম রয়েছে। এ হলে নির্ধারিত ২শ’ ৫৬ জন ছাত্র থাকার কথা।
×