ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যায় অবৈধভাবে বালু উত্তোলন

নদীতে বিলীন ফসলি জমি, বসতভিটা

প্রকাশিত: ০৫:২৫, ৩ অক্টোবর ২০১৫

নদীতে বিলীন ফসলি জমি, বসতভিটা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ও ভোলাব ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর দুই পারের ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে চলে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালী নেতার নেতৃত্বে রাতভর প্রকাশ্যে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বালু সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন এখানকার কৃষক। শীতলক্ষ্যা নদী থেকে প্রতিমাসে প্রায় ৯০ লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে। গত দুই মাস আগে দিনে-দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে কৃষকদের সঙ্গে বালু সন্ত্রাসীদের উত্তেজনা দেখা দেয়। ওই সময় কৃষকদের গুলি করে হত্যার হুমকি দেয়া হয়। পরে কৃষকরা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ড্রেজার জব্দ করে। এ সময় মজিবুর রহমান নামে এক বালু সন্ত্রাসকে আটক করা হয়। এরপর বালু উত্তোলন বন্ধ থাকলেও বেশ কয়েক দিন ধরে দিনে-দুপুরের বদলে রাতে ফের ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী জানান, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রিপন সরকার, সাদেক সরকার ও জাহিদ খন্দকারের নেতৃত্বে ভোলাব ও দাউদপুর এলাকার শীতলক্ষ্যা নদীর পাড় থেকে বালু তুলছে। এতে কৃষকদের বেশ কয়েক বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। সন্ত্রাসীরা ড্রেজারের মধ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সব সময় প্রস্তুত থাকে। প্রতিবাদ করলেই কৃষকদের হামলা করা হয়। এ ব্যাপারে কৃষকরা একাধিকবার এভাবে বালু উত্তোলনে নিষেধ করেন; যারা নিষেধ করেছেন তাদের ওপর হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক কাজল মিয়াম বাদল মাস্টার, কবির হোসেন, রমজান মিয়া, কাশেম আলী, বিল্লাল হোসেন, জাফর আলী, মোফাজ্জল হোসেন, আল-মাসুদ, রিপন মিয়াসহ আরও অনেকেই অভিযোগ করে জানান, প্রতি রাতে ড্রেজারের মাধ্যমে প্রায় ২০টি বালুবাহী বলগেট সাপ্লাই দেয়া হয়। এতে প্রতি বলগেট ১৫ হাজার টাকার বালু বিক্রি করা হয়। সে হিসেবে প্রতিদিন ৩ লাখ ও প্রতিমাসে ৯০ লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে। শুধু তাই নয়, কালা নজরুল, আমান উল্লাহ, দুলাল, মাদক ব্যবসায়ী হিরনসহ তাদের বাহিনীর সদস্যরা নৌকাযোগে রাতের আঁধারে নদী পারের ফসলি জমি কেটে নিয়ে যাচ্ছে। আর এসব মাটি স্থানীয় বিভিন্ন ইটভাটায় বিক্রি করে দেয়া হচ্ছে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্যে করতে রাজি হননি। দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টার বলেন, ভোলাব এলাকার কয়েকজন বালু সন্ত্রাস অন্যায়ভাবে জোরপূর্বক বালু উত্তোলন করছে। তারা প্রতিহত করতে গেলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। বালু সন্ত্রাসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, রাতে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই বা কেউ অভিযোগও করেনি। যেহেতু জেনেছি ব্যবস্থা নেয়া হচ্ছে। আর বালু সন্ত্রাসদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন বলেন, শীতলক্ষ্যা নদী থেকে বালু উত্তোলন করাটা দ-নীয় অপরাধ। বালু সন্ত্রাসদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
×