ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরকীয়ার জেরে যশোরে আহত বিএনপি কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৫:২৬, ৩ অক্টোবর ২০১৫

পরকীয়ার জেরে যশোরে আহত বিএনপি কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের চৌগাছায় গণপিটুনির শিকার বিএনপি কর্মী মারুফ হোসেন (৩৫) ঘটনার তিনদিন পর মারা গেছেন। শুক্রবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে তিনি গণধোলাইয়ের শিকার হন। নিহত মারুফ হোসেন চৌগাছা সদরের উত্তর কয়ারপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়, মারুফ হোসেনের সঙ্গে তার প্রতিবেশী একই দলের কর্মী মমিনুর রহমানের স্ত্রীর পরকীয়া ছিল। মঙ্গলবার রাতে ওই নারীর বাড়িতে যান মারুফ হোসেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে হাতেনাতে ধরে গণধোলাই দিলে মারাত্মক আহত হন মারুফ হোসেন। ঠেকাতে গিয়ে আহত হন তার স্ত্রী ও ছেলে। তাদের সকলকে ওই রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে যান। কিন্তু শুক্রবার হঠাৎ অসুস্থ হলে তাকে স্থানীয় চৌগাছা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার পরিবর্তন না হওয়ায় দুপুরের দিকে যশোর জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পরে জরুরী বিভাগে আনলে চিকিৎসক কাজল কান্তি মল্লিক তার মৃতদেহ মর্গে প্রেরণ করেন।
×