ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওল্ডট্র্যাফোর্ডে বেকহ্যাম-ফার্গুসনের পুনর্মিলন

প্রকাশিত: ০৫:৩১, ৩ অক্টোবর ২০১৫

ওল্ডট্র্যাফোর্ডে বেকহ্যাম-ফার্গুসনের পুনর্মিলন

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ বিরতির পর আবার দেখা হচ্ছে গুরু-শিষ্যের। আগামী ১৪ নবেম্বর ওল্ডট্র্যাফোর্ডে পুনর্মিলন ঘটবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কিংবদন্তি এ্যালেক্স ফার্গুসন ও ডেভিড বেকহ্যামের। কারণ এদিন ইউনিসেফের ফান্ড বাড়ানোর লক্ষ্যে আয়োজিত চ্যারিটি ম্যাচে যোগ দিতে সম্মত হয়েছেন ইউনাইটেডের সাবেক কিংবদন্তি কোচ ও খেলোয়াড় বেকহ্যাম। চ্যারিটি ম্যাচে ফার্গুসনের ব্যবস্থাপনায় গঠিত গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড দলের নেতৃত্ব দেবেন বেকহ্যাম। অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীন অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন আরেক ফরাসী কিংবদন্তি জিনেদিন জিদান। ওই ম্যাচের টিকেট এবং ডোনেশন থেকে প্রাপ্ত অর্থ বিশ্বের সবচেয়ে বিপথগামী শিশুদের সহায়তার জন্য ইউনিসেফের তহবিলে দেয়া হবে। এ বিষয়ে বেকহ্যাম বলেন, ‘আমি এমন একটি বিশ্ব চাই, যেখানে শিশুরা কোন রকম সংহিসতার মধ্যে না থেকে নিরাপদে বেড়ে উঠবে। তারা দরিদ্রতা এবং প্রতিরোধযোগ্য রোগ থেকে মুক্ত থাকবে। এই ম্যাচটি শিশুদের জন্য ফান্ড গঠন এবং সচেতনতা বাড়ানোর দারুণ একটি সুযোগ আমাকে করে দিচ্ছে, যার মাধ্যমে আমি সুবিধাবঞ্চিত শিশুদের আরও কাছাকাছি পৌঁছতে পারব। আমার সঙ্গে অপর দলের নেতৃত্ব দিতে আমার বন্ধু জিজু (জিদান) যোগ দিচ্ছে জেনেও আমি খুব আনন্দিত। বিশ্বের সেরা একটি স্টেডিয়ামে এদিন আমরা সব বন্ধু এবং সতীর্থরা একত্রিত হতে পারব।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম ২০০৩ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। তার আগে ফার্গুসনের অধীনে থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৯৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। অপরদিকে ২০১৩ সালে অবসর গ্রহণের আগে ৭৩ বছর বয়সী ফার্গুসন দীর্ঘ ২৬ বছর ওল্ডট্র্যাফোর্ডে কোচের দায়িত্ব পালন করে ম্যানচেস্টার ইউনাইটেডকে উপহার দেন ৩৮ ট্রফি। রেড ডেভিলদের কোচ হিসেবে পদত্যাগ করার পর বেশ কয়েকবারই গ্যালারিতে দেখা গেছে স্কটিশ কোচ ফার্গুসনকে। কিন্তু কখনই ডাগআউটে নামেননি তিনি। এবারই প্রথম কিংবদন্তি এই কোচকে ডাগআউটে দেখার সুযোগ পাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। তবে এটা সম্ভব হচ্ছে বেকহ্যামেরই সৌজন্যে। কেননা ফার্গুসনকে এই প্রস্তাবটা যে তিনিই দিয়েছিলেন। এ বিষয়ে বেকহ্যাম বলেন, ‘আমার কাছে তিনি বাবার মতো। আমিই তাকে এই প্রস্তাবটা দেই।’
×