ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রান বন্যার ম্যাচে ভারতের হার

প্রকাশিত: ০৮:২৩, ৩ অক্টোবর ২০১৫

রান বন্যার ম্যাচে ভারতের হার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম টি২০তে দ. আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে ভারত। রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরির (৬৬ বলে ১০৬) ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিকরা। বিরাট কোহলির ৪৩ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২০*। জবাবে ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। ১ চার ও ৭ ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৬৮ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়ে অতিথিদের জয়ের নায়ক জেপি ডুমিনি। ভাল সঙ্গ দেন এবি ডি ভিলিয়ার্স (৩২ বলে ৫১), হাশিম আমলা (৩৬) ও ফারহান বিহারদিয়ান (২৩ বলে ৩২*)। এ জয়ে তিন ম্যাচের টি২০ সিরিজে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা। কটকে দ্বিতীয় ম্যাচ সোমবার। স্কোর ॥ ভারত ১৯৯/৫ (২০ ওভার), দ. আফ্রিকা ২০০/৩ (১৯.৪ ওভার) ফল ॥ দ. আফ্রিকা ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ডুমিনি (দ. আফ্রিকা) সিরিজ ॥ তিন ম্যাচের টি২০তে দ. আফ্রিকা ১-০তে এগিয়ে।
×