ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিত ঝড়ের পরও প্রোটিয়াদের বড় জয়

প্রকাশিত: ১৯:৩২, ৩ অক্টোবর ২০১৫

রোহিত ঝড়ের পরও প্রোটিয়াদের বড় জয়

অনলাইন ডেস্ক ॥ ধর্মশালার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে স্বাগতিক টিম ইন্ডিয়াকে ৭ উইকেট হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী প্রোটিয়ারা। টস জিতে আগে ফিল্ডিং নিয়ে ফাফ ডু প্লেসিস মাঠে দাঁড়িয়ে দেখেছেন রোহিত শর্মার তাণ্ডব। মাত্র ৬৬ বলে ১০৬ রান করেছেন ভারতের ওপেনার। তার ইনিংসটি সাজানো ছিল ১২টি চার আর ৫টি ছক্কায় । নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে দলকে জেতাতে অসাধারণ এক জুটি গড়েন জেপি ডুমিনি আর ফারহান বেহারদিয়েন। ওপেনিং জুটিতে দারুণ করার পর শেষটাও ভালো করে প্রোটিয়ারা। রানের পাহাড় তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১০৫ রান যোগ করেন জেপি ডুমিনি আর ফারহান বেহারদিয়েন। শেষ দুই ওভারে সফরকারীদের দরকার ছিল ২৪ রান, হাতে ছিল ৭ উইকেট। শেষ ওভারে আরও প্রয়োজন হয় ১০ রান। ২ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে দ. আফ্রিকা।
×