ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউরোজোনে মূল্যসংকোচন ঝুঁকি বৃদ্ধি

প্রকাশিত: ০৪:৩১, ৪ অক্টোবর ২০১৫

ইউরোজোনে মূল্যসংকোচন ঝুঁকি বৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি তেলের দাম কমা সত্ত্বেও সেপ্টেম্বরে ইউরোজোনের মূল্যসংকোচন ঝুঁকি আরও বেড়েছে। তবে ইউরোপিয়ানদের এই ক্রয় বিমুখতার পেছনে সুনির্দিষ্ট কোন কারণ বের করা যায়নি। এদিকে, এ সমস্যা ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবিকে নতুন করে চাপের মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জ্বালানি তেলের দাম কমায় গত বছর থেকেই বিশ্ব জুড়ে কমছে খাদ্যসহ অন্যান্য নিত্যপণ্যের দাম। তবে দাম কমলেও কেনাকাটার প্রতি খুব একটা আগ্রহ নেই ইউরোপিয়ানদের। তাই দোকান ভরে পণ্য সাজিয়ে বসে থাকলেও সারাদিনে খুব একটা বেচা-বিক্রির মুখ দেখেন না এ অঞ্চলের ব্যবসায়ীরা। গত সেপ্টেম্বরে এ অবস্থার আরও অবনতি হয়েছে। এমনকি ইউরোজোনের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানিও ঝুঁকছে মূল্যসংকোচনের দিকেই। অথচ জ্বালানি তেলের নিম্নগতি এখনও বজায় আছে। বাজার বিশ্লেষক জেনি ফোলে বলেন, ‘ইউরোজেনের অর্থনীতিতে মূল্যস্ফীতির স্বাভাবিক প্রবাহ তার গতি হারিয়েছে। এবং অবশ্যই এর জন্য নিত্যপণ্যের নিম্নগতিই দায়ী। বছরের শুরু থেকেই এ অবস্থা লক্ষণীয় কিন্তু হতাশার ব্যাপার হলো জিনিসপত্রের দাম কমায় লোকের পকেটের অর্থ বেঁচে গেলেও তারা সেটি খরচ করছেন না।’ এদিকে, ইউরোজোনের দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করতে ২০১৫ সালে জানুয়ারি থেকে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে প্রতি মাসে ৬ হাজার কোটি ডলার ইউরোর বন্ড কিনছে ইসিবি। তাদের টার্গেট ছিল ২০১৭ সালের মধ্যে মূল্যস্ফীতি ২ শতাংশে উন্নীত করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন ইসিবি’র জন্য কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। বাজার বিশ্লেষক জেনি ফোলে বলেন, ‘ইউরোপ যদি একবার মূল্য সংকোচন সমস্যায় পড়ে যায় তাহলে সেটি কাটিয়ে ওঠা কষ্টকর হবে। তাই এটি এ অঞ্চলের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। এ সমস্যা সমাধানে ইসিবির উচিত আরও সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়া।’
×