ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২২, ৪ অক্টোবর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

পৌরনীতি ও সুশাসন ১মপত্র (পূর্ব প্রকাশের পর) ১০. বিচার বিভাগের ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য নয়? ক) স্বাধীনতা খ) নিরপেক্ষতা গ) হস্তক্ষেপ ঘ) প্রভাব মুক্ততা ১১. ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার থাকে না কোন সমাজে? ক) দাস সমাজে খ) সামন্ত সমাজে গ) ধনতান্ত্রিক সমাজে ঘ) সমাজতান্ত্রিক সমাজে ১২. গণতন্ত্রের মূলমন্ত্র কী? ক) সাম্য, স্বাধীনতা ও নিরাপত্তা খ) সাম্য, স্বাধীনতা ও অধিকার গ) সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব ঘ) অধিকার, কর্তব্য ও দায়িত্ব ১৩. সুশাসন বাস্তবায়ন অন্যতম প্রধান হাতিয়ার কোনটি? ক) ই-ল্যার্নিং খ) ই-গণতন্ত্র গ) ই-গভর্ন্যান্স ঘ) ই-প্রকিউরমেন্ট ১৪. স্বাধীনতা ও দেশপ্রেমের সম্পর্ক কীরূপ? ক) প্রত্যক্ষ খ) পরোক্ষ গ) মুখ্য ঘ) গৌণ ১৫. "জনমত 'জন' ও নয়- 'মত' নয়"- এ মতের প্রবর্তক কে?মিল ক) ব্রাইস খ) গিলক্রিস্ট গ) বরার্ট পীল ঘ) গেটেল ১৬. রাজনৈতিক দল জনগণের মধ্যে- র. স্বদেশ প্রেম জাগ্রত করে রর. স্বজনপ্রীতি জাগ্রত করে ররর. কর্তব্যবোধ জাগ্রত করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১৭. প্রতিনিধিত্বমুলক গণতন্ত্েেরার মূলভিত্তি কী? ক) ছাত্র সংগঠন খ) রাজনৈতিক দল গ) জাতীয় সংসদ ঘ) আমলাতন্ত্র ১৮. কানাডায় উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হন কীভাবে? ক) উত্তরাধিকার সূত্রে খ) প্রত্যক্ষ ভোটে গ) মনোনয়ন সূত্রে ঘ) মিশ্রভাবে ১৯. নেতার চরিত্রে সততা ও দৃঢ়তা প্রয়োজন। এর ফলে জনগণের মধ্যে সৃষ্টি হয়- র. শৃঙ্খলাবোধ রর. আনুগত্য ররর. শ্রদ্ধা
×