ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানকে হারিয়ে জিম্বাবুইয়ের চমক

প্রকাশিত: ০৮:২৩, ৪ অক্টোবর ২০১৫

পাকিস্তানকে হারিয়ে জিম্বাবুইয়ের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানের নাটকীয় জয় পেয়েছে জিম্বাবুইয়ে। স্বাগতিক জিম্বাবুইয়ের ছুড়ে দেয়া ২৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৮ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করার পরই আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানের জয় পায় জিম্বাবুইয়ে। ৯৬ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক, ৩২ রানে তার সঙ্গী ইয়াসির শাহ। ৬২ রান করে আউট হন আমির ইয়ামিন। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১এ সমতা ফেরাল জিম্বাবুইয়ে। প্রথমটিতে জয় পায় পাকিস্তান, তৃতীয় ওয়ানডে সোমবার। টসে জিতে জিম্বাবুইয়েকে ব্যাট করতে পাঠান পাকিস্তানী অধিনায়ক আজহার আলী। খুব একটা উইকেট বিলিয়ে না দিলেও, পাকিস্তনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুর দিকে রান তুলতে বেশ বেগ পেতে হয় জিম্বাবুইয়ের ব্যাটসম্যানদের। ৩৫ ওভারে ৩ স্বাগতিকরা সংগ্রহ করে ১৫৩ রান, বাকি ৯০ বলে ১২৩! সøগ ওভার দারুণভাবে কাজে লাগান জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা। শেষ ৪২ বলেই আসে ৭০ রান। ব্রায়ান চারি-চামু চিভাভার ৯১ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাল ভিত্তি দিলেও জিম্বাবুইয়েকে চ্যালেঞ্জিং স্কোর দেয় মূলত এলটন চিগুম্বুরা-সিকান্দার রাজার পঞ্চম উইকেট জুটি। ৩৬ বলে ৬২ রান যোগ করেন দুজনে। ওয়াহাব রিয়াজের বলে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৯০ আসে চিভাভার ব্যাট থেকে। অধিনায়ক চিগুম্বুরা ৫৫ বলে ৬৭। ২১ বলে ৩২ করেন রাজা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ। স্কোর ॥ জিম্বাবুইয়ে ২৭৬/৬ (৫০ ওভার), পাকিস্তান ২৫৬/৮ (৪৮ ওভার; লক্ষ্য ২৬২) ফল ॥ জিম্বাবুইয়ে ৫ রানে জয়ী সিরিজ ॥ তিন ওয়ানডের সিরিজ ১-১এ চলমান
×