ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দশ মাসের শিশু তমার হার্টে দুটি ছিদ্র, অপারেশনে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:১০, ৫ অক্টোবর ২০১৫

দশ মাসের শিশু তমার হার্টে দুটি ছিদ্র, অপারেশনে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ দশ মাসের শিশু ঋতু এক্কা তমার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে জন্মগত হৃদরোগে ভুগছে। তার হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে। এছাড়াও শিশু ঋতু শ্বাসনালীর সমস্যায় ভুগছে। এ অবস্থায় জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন ১০ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের শ্রী মানিকের শিশু সন্তান ঋতু এক্কা। মানিক একজন অভাবী মানুষ। কৃষি ক্ষেতে শ্রমিকের কাজ করেন। বর্তমানে শিশুটিকে ভারতে নেয়া হলেও টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধ। শিশু ঋতু এক্কা তমার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। মানিক কুমার জানান, দেশের চিকিৎসকের পরামর্শে ঋতুকে নিয়ে গত মাসে ভারতের বিড়লা হার্ট রিসোর্স সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসক সুভেন্দ্র ম-লের তত্ত্বাবধানে ঋতুর চিকিৎসা চলছে। টাকার যোগান দিকে শিশুটির পরিবার রীতিমত বিপাকে পড়েছেন। শিশু ঋতুর চিকিৎসায় সহায়তা দিতে যোগাযোগ করুন এই দু’টি মোবাইল নম্বরে ০১৭২০৪০০৪৩০ ও ০১৭২৪১৪৭৮৬৮। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×