ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাপবি বোর্ড গ্রাহক সংখ্যা ১ কোটি ২৯ লাখ ছাড়াল

প্রকাশিত: ০৫:২১, ৫ অক্টোবর ২০১৫

বাপবি বোর্ড  গ্রাহক সংখ্যা  ১ কোটি ২৯  লাখ ছাড়াল

প্রতিমাসে নতুন লাইন নির্মাণ এবং বিদ্যুত সংযোগের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সারাদেশে ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। প্রতিমাসে লাখ লাখ পরিবারকে বিদ্যুত সংযোগের আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুত প্রত্যাশী পরিবারের মাঝে বিদ্যুত সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের লক্ষ্যে শুধু গত সেপ্টেম্বরেই সমগ্র দেশে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতাধীন এলাকায় ৩ লাখ ২০ হাজার ৬৭৪ পরিবারকে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুত সুবিধার আওতায় নিয়ে আসার যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নির্ধারণ করে তারই ধারাবাহিকতায় প্রতিমাসে এভাবে নতুন গ্রাহকদের বিদ্যুত সংযোগ প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে বাপবিবো সেপ্টেম্বর ২০১৫ পর্যস্ত সমগ্র দেশে ১ কোটি ২৯ লাখ ৬৭৪ পরিবারকে বিদ্যুত সুবিধার আওতায় এনেছে। এদিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের বিদ্যুত প্রত্যাশী জনগণের দোরগোড়ায় বিদ্যুত সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ১ লাখ ৩০ হাজার নতুন বিদ্যুত বিতরণ লাইন নির্মাণ, ১,১০৭টি উপকেন্দ্র নির্মাণ, ৫টি নতুন প্রকল্প গ্রহণ, প্রতিবছর ২৫ হাজার কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ, ৫৪ লাখ গ্রাহকের জন্য প্রি-পেইড মিটার এবং সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে হ্রাস করাসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইতোপূর্বে ৩ লাখ সেচ গ্রাহককে সংযোগ প্রদান করেছে। বাপবিবো ইতোমধ্যে ৩ হাজার শহীদ/যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেককে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুত সুবিধা প্রদান করেছে, ১৫ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিটিকে ১০০ ইউনিট বিল মওকুফ, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৫৩৬টি গ্রামের ৪০ হাজার পরিবারকে বিদ্যুত সুবিধা প্রদান, ১৫,২৫০টি সোলার হোম সিস্টেম স্থাপন, ৪০টি সোলার ইরিগেশন পাম্প স্থাপন এবং ১৫টি উপজেলা সদরের প্রত্যেকটিতে ৩০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপনের কাজ সম্পন্ন করেছে। Ñবিজ্ঞপ্তি।
×