ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরে এসেছে ১৩৫ কোটি ডলারের রেমিটেন্স

প্রকাশিত: ০৫:২৪, ৫ অক্টোবর ২০১৫

সেপ্টেম্বরে এসেছে ১৩৫ কোটি ডলারের রেমিটেন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এ মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ১৩৪ কোটি ৬২ লাখ ডলার। যা আগস্টের চেয়ে ১৫ কোটি ১২ লাখ ডলার বা সাড়ে ১২ শতাংশ বেশি। আর গেল অর্থবছরের সেপ্টেম্বরের চেয়ে ২০ লাখ ডলার বেশি। তবে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর (প্রথম প্রান্তিক) এই তিন মাসের হিসাবে রেমিটেন্স কমেছে ১১ কোটি ডলার বা ২ দশমিক ৮০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রতিবছর ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবার ও নিকটাত্মীয়ের কাছে বাড়তি অর্থ পাঠান। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাছাড়া বিভিন্ন দেশে জনশক্তি রফতানি বৃদ্ধি ও বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ উৎসাহিত হওয়ায়ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ঈদ-উল- ফিতরের আগে জুন ও জুলাইতে প্রবাসীরা দেশে বেশি পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন। জুন মাসে রেমিটেন্স আসে ১৪৩ কোটি ৯৩ লাখ ডলার। আর জুলাইতে আসে ১৩৮ কোটি ৯৫ লাখ ডলার। কিন্তু ঈদপরবর্তী মাস আগস্টে রেমিটেন্স কমে যায়। ওই মাসে রেমিটেন্স আসে মাত্র ১১৯ কোটি ৫০ লাখ ডলার। গেল অর্থবছরও ঈদ-উল-ফিতরের আগের মাস জুলাইতে রেমিটেন্স প্রবাহে রেকর্ড গড়েছিল। ওই মাসে ১৪৯ কোটি ২৪ লাখ ডলারের রেমিটেন্স আসে। যা একক মাস হিসেবে বাংলাদেশের ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ। কিন্তু এর পরের মাস আগস্টে রেমিটেন্স এসেছিল মাত্র ১১৭ কোটি ৪৩ লাখ ডলার। আবার ঈদ-উল-আযহার কারণে সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহ বেড়ে যায়। ওই মাসে রেমিটেন্স এসেছিল ১৩৪ কোটি ৪২ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই- সেপ্টেম্বর এই তিন মাসে প্রবাসীরা দেশে মোট রেমিটেন্স পাঠিয়েছেন ৩৯৩ কোটি ডলার। যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ কোটি ডলার কম। গেল অর্থবছরের প্রথম তিন মাসে দেশে রেমিটেন্স এসেছিল ৪০১ কোটি ১১ লাখ ডলার। এদিকে, সেপ্টেম্বরে বেসরকারী ৩৯ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৯১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মাধ্যমে ৩৯ কোটি ৯৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৪৯ লাখ ডলার ও বিদেশী ৯ ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৪ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। বরাবরের মতো সেপ্টেম্বরেও সবচেয়ে বেশি ৩৩ কোটি ৯৬ লাথ ডলারের রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে।
×