ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিরাপত্তার কারণে বায়ার্স ফোরামের বৈঠক স্থগিত

প্রকাশিত: ০৫:২৪, ৫ অক্টোবর ২০১৫

নিরাপত্তার কারণে বায়ার্স ফোরামের বৈঠক স্থগিত

নিরাপত্তাজনিত কারণে বিজিএমইএর সঙ্গে বায়ার্স ফোরামের পূর্ব নির্ধারিত একটি বৈঠক স্থগিত করা হয়েছে। আজ সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিদের বিরাজমান পরিস্থিতিতে কোথাও জড়ো হওয়া বা সভা করতে নিষেধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক খুনের ঘটনার পর কয়েকটি বাংলাদেশ বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে রেড ্যালার্ট জারি করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তা বিষয়টি স্বাভাবিক হয়ে আসে। এরপর শনিবার রংপুরে খুন হন জাপানি নাগরিক হোসে কোনিও। এ ঘটনায় নতুন করে রেড ্যালার্ট জারি করে জাপান ও দক্ষিণ কোরিয়া। সার্বিকভাবে বিষয়টি আমাদের ব্যবসার জন্যও উদ্বেগের। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×