ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইসিসির সম্ভাব্য প্রধান সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেটের মসনদে মনোহর

প্রকাশিত: ০৫:৪১, ৫ অক্টোবর ২০১৫

ভারতীয় ক্রিকেটের মসনদে মনোহর

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান হিসেবে প্রয়াত জগমোহন ডালমিয়ার চেয়ারে বসলেন শশাঙ্ক মনোহর। প্রার্থী হিসেবে একমাত্র মনোহরের নাম জমা পড়লে রবিবার মুম্বাইয়ৈ বোর্ডের সভায় এ বিষয়ে প্রস্তাব ওঠে। উপস্থিত সবাই প্রেসিন্ডেন্ট হিসেবে সাবেক প্রধানকে সমর্থন দেন। দ্বিতীয় মেয়াদে ২০১৭ পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন ৫৮ বছর বয়সি মনোহর। ফলে ভারতীয় ক্রিকেটে ছড়ি ঘোরানোর রাজনীতিতে আরও পিছিয়ে পড়লেন দুর্নীতির দায়ে আদালত কর্তৃক নির্বাসিত এন শ্রীনিবাসন। কেবল তাই নয়, স্থানীয় সংবাদ মাধ্যমের ধারণা এতে শ্রীনিবাসনের আইসিসি প্রধানের চেয়ারও কেঁপে উঠল। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এল ‘দাদাবাবু’ সৌরভ গাঙ্গুলি নামও! বিসিসিআই বস্ হিসেবে মনোহরের নাম ঘোষণার পর সচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘আমরা গতবারও তার পরিচালন দক্ষতা দেখেছিলাম। সবার কাছে প্রশংসিত তিনি। আমি মনে করি, মনোহরের নেতৃত্বে বিসিসিআই যথেষ্ট ভাল করতে সক্ষম, যেটা প্রয়াত ডালমিয়ার নেতৃত্বে শুরু হয়েছিল।’ ডালমিয়ার আস্থাভাজন অনুরাগ-সৌরভদের দূরদর্শিতার কাছে পরাস্ত হন এন শ্রীনিবাসন-শারদ পাওয়ার জুটি। বোর্ড প্রধান হিসেবে দুর্নীতিবাজদের কেউ যাতে বসতে না পারেন সেটি নিশ্চিত করতে আগেই আলাদা একটি বৈঠক করেন ঠাকুর-সৌরভরা! ফল বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট মনোহর। সভায় প্রয়াত ডালমিয়াকে শ্রদ্ধা জানাতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। গত ২০ সেপ্টেম্বর কলকাতার এক হাসপাতালে মারা যান ৭৫ বছর বয়সি। বিসিসিআই’র গঠনতন্ত্র অনুযায়ী পদ শূন্য হওয়ার ১৫ দিনের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের বাধ্যবাধকতার মধ্যে রবিবার এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নতুন সভাপতি হিসেবে মনোহরের নাম ঘোষণার পরই শুরু হয়ে যায় বিভিন্ন অঙ্ক। আইসিসির সভাপতির পদ থেকে শ্রীনিবাসনকে সরিয়ে দিতে তৎপর হচ্ছেন মনোহর-ঠাকুর জুটি। আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে উঠে আসে বাঙালি বাবু সৌরভের নাম। মহারাজের সঙ্গে মনোহরের সম্পর্কটা আবার খুবই ভাল। মূলত ঠাকুর-সৌরভের (বাংলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের প্রধান-সিবিএ) চেষ্টাতেই বিসিসিআই’র ‘হটসিটে’ মনোহর।
×